Navjot Sidhu: প্রতিদিন ২৫ লক্ষ টাকা ইনকাম! রাজনীতি ছেড়ে সিঁধু কমেন্ট্রিতে ফিরতেই আসল রহস্য ফাঁস
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মার্চ ২০২৪
Indian Premiere League: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তবে নির্বাচনী।লড়াই থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন নভজোৎ সিং সিঁধু। লোকসভার ময়দানে নয়, আইপিএল দুনিয়ায় ফিরছেন তিনি। ধারাভাষ্যকার হিসাবে দেখা যাবে প্রাক্তন এই তারকাকে।
আইপিএলে ভীষণ জনপ্রিয় হয়েছিলেন প্রাক্তন এই তারকা। তারপর একাধিক কমেডি শোয়ে বিচারক হিসাবে দেখা গিয়েছে তাঁকে। সিঁধু জানিয়েছেন, “ক্রিকেট ছেড়ে যখন কমেন্ট্রি করতে চালু করি, সেই সময়ে প্ৰথম দিকে সেভাবে আত্মবিশ্বাসী ছিলাম না। তবে ধীরে ধীরে নিজের জায়গা অর্জন করি। গোটা টুর্নামেন্টে ৬০-৭০ লক্ষ টাকা থেকে প্রত্যেক দিনের কমেন্ট্রিতে ২৫ লক্ষ টাকা আয়। টাকা পয়সা অর্জনে সন্তুষ্টি নয়। যেভাবে সময় কাটিয়েছি, সেটা ছিল সুন্দর।”