• Lok Sabha Elections 2024: মোদী-পাওয়ারই জমিয়ে দিলেন ভোটযুদ্ধ, নির্বাচন কমিশনকে পর্যন্ত নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মার্চ ২০২৪
  • SC allows Pawar faction to use ‘NCP-Sharadchandra Pawar’ name:

    মহারাষ্ট্রের যখন এই পরিস্থিতি, সেই সময় দেশের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে গিয়ে স্টালিনের দল ডিএমকেকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সালেমের নির্বাচনী জনসভায় মোদী বলেন, ‘ডিএমকে এবং কংগ্রেস সমান দুর্নীতিপরায়ণ। দুই দলই পারিবারিক শাসনে বিশ্বাস করে। আসলে এই দুটো দল, একই মুদ্রার দুটি পিঠ। দেশ কংগ্রেস থেকে মুক্তি পেয়ে ৫জি প্রযুক্তিতে পৌঁছে গিয়েছে। কিন্তু, তামিলনাড়ু ডিএমকের শাসনে থাকায় এখানে ৫জি মাইনাস ওয়ান প্রযুক্তি চলছে। আর, এখন তামিলনাড়ুতে শাসক পরিবারের পঞ্চম প্রজন্ম ক্ষমতায় বসার চেষ্টা চালাচ্ছে। প্রয়াত জয়ললিতার সঙ্গে এই ডিএমকে কেমন আচরণ করেছিল, তা সবাই জানে। এটাই ডিএমকের আসল চেহারা।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)