• India slams China: ভারতের থেকে অরুণাচল ছিনিয়ে নেওয়ার ফন্দি চিনের, কড়া অবস্থান মোদী সরকারের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মার্চ ২০২৪
  • India slams China over its claims on Arunachal Pradesh:

    ভারত অবশ্য বারবারই অরুণাচল প্রদেশের ওপর চিনের দাবি উড়িয়ে দিয়েছে। জোর দিয়ে বলেছে যে অরুণাচল প্রদেশ আসলে ভারতের অবিচ্ছেদ্য অংশ। শুধু তাই নয়, বেজিংয়ের দেওয়া নামও বাতিল করে দিয়েছে নয়াদিল্লি। একইসঙ্গে চিনকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে, নতুন নাম দিয়েই অঞ্চল আলাদা হয়ে যায় না।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)