• পারথে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট, ভেন্যু ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার...
    আজকাল | ২০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাবেন রোহিত শর্মারা। নভেম্বর-ডিসেম্বরে দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের নিরিখে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার সেই সিরিজের ভেন্যু ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। পারথের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট। অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে এই স্টেডিয়ামে সমর্থক কম ছিল। তবে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে সমর্থক সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। পারথ টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে চাইছে গভর্নিং বডি। ৬০,০০০ এর স্টেডিয়াম টেস্টে না ভরলেও বিগ ব্যাশে দর্শক টানছে। প্রায় ৩০,০০০ সমর্থক হয়েছিল সেই ম্যাচে। কিন্তু টেস্টে সেই সংখ্যা ছিল মাত্র সাড়ে সতেরো হাজার। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে যাবে ইংল্যান্ডও। সেই সিরিজেও পারথে টেস্ট ম্যাচ ফেলা হবে। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট হবে অ্যাডিলেডে। তৃতীয় টেস্ট ব্রিসবেনের গাব্বায় হবে। চতুর্থ তথা বক্সিং ডে টেস্ট হবে ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। শেষ টেস্ট সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। তবে এখনও সিরিজের সূচি প্রকাশ করা হয়নি। আশা করা যাচ্ছে, মাসের শেষে চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। 
  • Link to this news (আজকাল)