• মুম্বইয়ের নেটে ৩৬০ ডিগ্রি শো রোহিতের, উচ্ছ্বসিত ভক্তরা...
    আজকাল | ২০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর এবার ফোকাস আইপিএলে। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে যোগ দেন রোহিত শর্মা। বেশ কয়েকদিন ধরে ওয়াংখেড়েতে প্রস্তুতি চলছে মুম্বইয়ের। রোহিত প্রবেশ করতেই বদলে যায় শিবিরের চিত্র। এখন আর অধিনায়ক নেই, কিন্তু তিনি যে একজন দক্ষ লিডার। যা হওয়ার জন্য কোনও স্ট্যাম্প লাগে না। দুটো ব্যাট নিয়ে মাঠে নামেন রোহিত। নেমেই স্বমহিমায়। টেস্ট থেকে টি-২০ ফরম্যাটে মানিয়ে নিতে যে সময়টুকু লাগে, সেটাও লাগেনি। উইকেটের চারিদিকে শট খেলেন রোহিত। একেবারে মিস্টার ৩৬০ ডিগ্রির মতো। নেটে শটের একাধিক বৈচিত্র দেখা গেল। কভার ড্রাইভ, পুল, সুইপ ছিল‌ই।‌ এছাড়াও দেখা গেল ধোনির স্টাইলে হেলিকপ্টার শট। মুম্বই ইন্ডিয়ান্স সোশ্যাল মিডিয়ায় একটি ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে। যেখানে প্রত্যেক বলই পিটিয়ে ছাতু করছেন রোহিত। তাঁর সব ট্রেডমার্ক শট দেখা যায়। প্রসঙ্গত, এবছর রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছে মুম্বই। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের শেষ দু"দিন পিঠের চোটের জন্য ফিল্ডিং করেননি হিটম্যান। আইপিএলে খেলা নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, শেষপর্যন্ত হয়তো হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে খেলবেন না রোহিত। কিন্তু সামনেই টি-২০ বিশ্বকাপ। তাই ছন্দে থাকার জন্য যাবতীয় ইগো জলাঞ্জলি দিয়ে আরও একবার মুম্বইয়ের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেন রোহিত। যাতে প্রাণে বল ফিরে পায় ভক্তরা।‌ 
  • Link to this news (আজকাল)