• তেলেঙ্গানা সরকারকে নোটিস দিল জাতীয় মানবাধিকার কমিশন
    আজকাল | ২০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার নালগণ্ডা জেলায় একটি সরকারি বিদ্যালয়ে, ছাত্রীদের জন্য শৌচালয়ের ব্যবস্থা না থাকায়, জাতীয় মানবাধিকার কমিশন তেলেঙ্গানা সরকারকে নোটিশ পাঠাল। দেভারাকোন্ডা জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের শৌচালয় ব্যবহার করার জন্য বিদ্যালয়ের বাইরে যেতে হয় বলে, কমিশন জানিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন, তেলেঙ্গানার মুখ্য সচিবকে, চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, বা, প্রস্তাব গৃহীত হয়েছে, প্রতিবেদনে তার উল্লেখ থাকতে হবে।
  • Link to this news (আজকাল)