• নতুন সংসদ ভবনের নিরাপত্তায় থাকবে ২৫০ জন সিআইএসএফ জওয়ান
    আজকাল | ২০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  সংসদে স্মোক হামলার জের। সংসদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল ২৫০ জন সিআইএসএফ জওয়ানকে। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর সংসদে স্মোক হামলা ঘটে। নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে উঠে যায় প্রশ্নচিহ্ন। বিরোধীদের তিরে বিদ্ধ হতে হয় কেন্দ্রীয় সরকারকে। এরপরই সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে আলাদাভাবে চিন্তাভাবনা করা হয়। সেইমত সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হল ২৫০ জন সিআইএসএফ জওয়ানের হাতে। প্রসঙ্গত, সংসদে স্মোক হামলার জেরে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্যই উঠে এসেছে। তবে নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে যে প্রশ্নচিহ্ন উঠে যায় সেদিকে নজর দিয়েই এই ব্যবস্থা গ্রহণ করা হল।
  • Link to this news (আজকাল)