মৃত বেড়ে ১০, গার্ডেনরিচকাণ্ডে এবার গ্রেফতার জমির মালিক!
২৪ ঘন্টা | ২০ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধ্বংসস্তুপের নিচে পাওয়া গেল আরও একটি মৃতদেহ! গার্ডেনরিচকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ১০। প্রোমোটারের পর এবার গ্রেফতার জমির মালিক।
১ দিন পার। গার্ডেনরিচে বহুতলে বিপর্যয়ে উদ্ধার কাজ চলছে এখনও। আজ, মঙ্গলবার সন্ধ্যায় জানা যায়, ধ্বংসস্তুপের নিচে আটকে রয়েছে আরও ২ মৃতদেহ! এরপর রাতে উদ্ধার হয় একটি দেহ। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম জাহাঙ্গির। গার্ডেনরিচেরই বাসিন্দা তিনি। রবিবার রাতে যখন নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে, তখন ঘটনাস্থলেই ছিলেন জাহাঙ্গীর।এদিকে গার্ডেনরিচকাণ্ডে প্রোমোটার মহম্মদ ওয়াসিম এখন পুলিসি হেফাজতে। এদিন যাঁকে গ্রেফতার করা হল, তাঁর নাম র মহম্মদ সারফারাজ ওরফে পাপ্পু। যে জমিতে ওই বহুতলটি তৈরি করা হচ্ছিল, সেই পাপ্পু-ই সেই জমির মালিক বলে জানা গিয়েছে। গার্ডেনরিচকাণ্ডে পদক্ষেপ করল কলকাতা পুরসভা। আদালত চত্বরে ধৃত প্রোমোটারে দাবি করেছিলেন, 'সব জানতেন পুরসভার এক ইঞ্জিনিয়ার'। ১৫ নম্বর বোরো থেকে বদলি করে দেওয়া হল ৩ ইঞ্জিনিয়ারকে।