• ফিট সার্টিফিকেট পেলেন না, আইপিএলের শুরুতে অনিশ্চিত সূর্য ...
    আজকাল | ২০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ার, কেএল রাহুল ফিটনেস টেস্ট পাস করলেও এখনও ছাড়পত্র পেলেন না সূর্যকুমার যাদব। রিপোর্ট অনুযায়ী, তিনি এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির থেকে ফিটনেস সার্টিফিকেট পাননি। আজই ফিটনেস পরীক্ষা হয় সূর্যর। কিন্তু তাতে উত্তীর্ণ হতে পারেননি টি-২০ ক্রিকেটের একনম্বর ব্যাটার। ২১ মার্চ আবার ফিটনেস টেস্ট হবে তাঁর। সেখানে পাস করলে তবেই আইপিএল খেলতে পারবেন। তবে ২৪ মার্চ মুম্বইয়ের প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই। সোশ্যাল মিডিয়ায় নিজের স্টোরিতে একটি ভাঙা হৃদয়ের ইমোজি পোস্ট করেন সূর্য। ভাবা হচ্ছে, এই পোস্টের সঙ্গে ফিটনেস টেস্টে উত্তীর্ণ না হওয়া জড়িয়ে আছে। সোমবার সূর্যর ফিটনেস নিয়ে মুম্বইয়ের কোচ মার্ক বাউচারকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানান, বিসিসিআইয়ের আপডেটের অপেক্ষায় তাঁরা। বাউচার বলেন, "আমরা বিসিসিআইয়ের আপডেটের অপেক্ষায় আছি। চোটের জন্য হয়তো কেউ খেলতে পারল না। আমরা সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তৈরি। আমি নিজের দলের সেরা ক্রিকেটারকে প্রত্যেক ম্যাচে খেলতে চাইব। তবে মেডিক্যাল ইউনিটের ওপর নির্ভর করতেই হবে। এগুলো আমাদের হাতে নেই।" আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের পেছনে সূর্যকুমারের অবদান অনস্বীকার্য। প্রথম কয়েকটা ম্যাচে তাঁকে না পাওয়া গেলে সমস্যায় পড়বে মুম্বই। 
  • Link to this news (আজকাল)