• নিশীথ বনাম উদয়ন! সংঘর্ষে মাথা ফাটল SDPO-র, রণক্ষেত্র দিনহাটা
    ২৪ ঘন্টা | ২০ মার্চ ২০২৪
  • দেবজ্যোতি কাহালি: কেন্দ্রীয় মন্ত্রী বনাম রাজ্যের মন্ত্রী! নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ! দুই মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের মধ্য়ে হাতাহাতি, তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সংঘর্ষে মাথা ফাটল  এসডিপিও-র। ভোটের মুখে ফের রণক্ষেত্র কোচবিহারের দিনহাটা।

    ঘটনাটি ঠিক কী? কোচবিহার কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। স্থানীয় সূত্রে খবর, প্রচার সেরে তখন বাড়ি ফিরছিসেন। এদিন সন্ধ্যায় দিনহাটায় ঢুকতেই কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন নিশীথের নিরাপত্তারক্ষী। দু'দলের কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনাস্থলে পৌঁছন খোদ দিনহাটার এসডিপিও ধীমান মিত্র। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে পুলিসকে। সংঘর্ষে মাথা ফেটে যায় এসডিপিও-র। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের অবশ্য দাবি, 'কিছুই ঘটেনি। কোনও ঘটনাই ঘটেনি। কিন্তু ঘটনা ঘটিয়ে দিল ওই নিশীথ প্রামাণিক, সুকুমার রায় ওদের জেলা সভাপতি, দুই গুন্ডা মিলে। দিনহাটা শহরে অশান্তি সৃষ্টি করার  জন্য পরিকল্পিতভাবে, ১৫-১৬ গাড়িতে গুণ্ডাবাহিনী, অস্ত্রশস্ত্র, তীর ধনুক নিয়ে ঘুরছে। পাথর ছুঁড়েছে, তির ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে, কর্মীদের মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের কথা বলছে। কিন্তু এভাবে যদি অশান্তি পাকায় তাহলে কীভাবে শান্তিপূর্ণ ভোট হবে। আইন আমাদের জন্য়, ওদের জন্য কোনও আইন নেই'।
  • Link to this news (২৪ ঘন্টা)