• West Bengal Rain : বিকেল হলেই ৪০ কিলোমিটার বেগে ঝড়! ধেয়ে আসছে প্রবল দুর্যোগ
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • দিনের বেলা ভ্যাপসা গরম। এখনও সেভাবে বাড়েনি রোদের তাপ। কিন্তু, ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। কিন্তু, মঙ্গলের বিকেলে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় স্বস্তি ফিরিয়েছিল বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বুধবার থেকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।বজ্রগর্ভ মেঘের দরুন হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টির স্থায়িত্বও খুব একটা বেশিক্ষণ হবে না। বুধবার প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।বৃষ্টির অপেক্ষাকৃত বেশি সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়াতে।বৃহস্পতিবার অপেক্ষাকৃত বৃষ্টি কমবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।বজ্রবিদ্যুৎ সহ দু'এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    কলকাতায় বজ্রবিদ্যুৎ সব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়াও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়ে পারে। শুক্রবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    বুধবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে সেখানে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি।

    একনজরে দেশের আবহাওয়া

    উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডের মতো উত্তর-পশ্চিমে পার্বত্য এলাকার রাজ্যগুলিতে রয়েছে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়াও বৃষ্টি হতে পারে অরুণাচলপ্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরাতে।
  • Link to this news (এই সময়)