Global Warming : 'খাদের কিনারায় দাঁড়িয়ে পৃথিবী, যে কোনও মুহূর্তে ভয়ংকর বিপদ!' রেড অ্যালার্ট রাষ্ট্রসংঘের
এই সময় | ২০ মার্চ ২০২৪
রাষ্ট্রসংঘের ওয়েদার এজেন্সি সম্প্রতি একটি লাল সতর্কতা জারি করেছে। বিষ্ণ উষ্ণায়নের বিপজ্জনক দিকগুলি উল্লেখ করে এই সতর্কবাণীতে বলা হয়েছে, ভয়ংকরভাবে বাড়তে শুরু করেছে গ্রিনহাউস গ্যাস, স্থলভাগ এবং জলভাগের তাপমাত্রা মারাত্মক বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি হিমবাহ এবং সামুদ্রিক বরফ গলতে শুরু করেছে।উষ্ণতম বছর২০২৩ সাল ছিল এ যুগের উষ্ণতম বছর। সঙ্গে ঘনঘন লু বয়েছে বিশ্বের প্রায় সব দেশেই। গলতে আরম্ভ করেছে পৃথিবীর নানা অংশের হিমবাহ। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বার্ষিক ক্লাইমেট রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালটি সর্বকালের সর্বত্তম উষ্ণ বছর। এই রিপোর্ট অনুযায়ী, রেকর্ড ভাঙা এই বছরের আগের ১০টি বছরও চরম উষ্ণতম ছিল।
কী কী বিষয়ে উদ্বেগ?রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরাস তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এই গ্রহ। পৃথিবীতে বিপদ ঘণ্টা বেজে গিয়েছে বলেও মন্তব্য তাঁর। তিনি বলেন, 'জ্বালানি গ্যাসের জেরে দূষণের মাত্রা মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। দ্রুতহারে পরিবর্তন হচ্ছে পৃথিবীর।'
ইউরোপিয়ান ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট সার্ভিসের মতে, ২০২৩ সালের মার্চ মাস থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরিয়ে গিয়েছে সার্বিক তাপমাত্রা। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ৯০ শতাংশ জলভাগের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। ১৯৫০ সাল থেকে লাগাতার বরফ গলতে শুরু করেছে পৃথিবীর। যা ক্রমশ দ্রুততর হচ্ছে।
মিশিগান স্কুল ফর এনভাইরনমেন্ট বিশ্ববিদ্যালয়ের ডিন জোনাথন ওভারপিক বলেন, 'সমস্ত খারাপ খবরের মধ্যে আমায় সবচেয়ে বেশি ভাবাচ্ছে আমাদের গ্রহ ক্রমশ গলতে শুরু করেছে।' এর জেরে জলবায়ু পরিবর্তন, বন্যা, তাপপ্রবাহ, খরা, দাবানল, ঘনঘন উপকূলীয় সাইক্লোন বাড়ছে।
আশার আলোতবে এত খারাপের মাঝেও একটি আশার আলোর কথাও উল্লেখ করা হয়েছে রাষ্ট্রসংঘের রিপোর্টে। পুনর্নবীকরণ শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে বিশ্বে। বায়ু, সৌর এবং জলশক্তির ব্যবহার প্রায় ৫০ শতাংশ বেড়েছে ২০২৩ সালে। এই ইতিবাচক বিষয়টি এখন থেকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলা করতে সহায়ক হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, একটি সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ভারত। বিশ্বের সবচেয়ে দূষিত শহর রাজধানী দিল্লি। সবচেয়ে দূষিত দেশ পাকিস্তান। তারপরেই রয়েছে বাংলাদেশ।