এই সময়: স্ত্রীকে খুন করেই নাকি থামেননি তিনি। হত্যাকাণ্ডের পর মাকে ভিডিয়ো কলে জানান - 'ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি!' অভিযুক্ত স্বামী, বছর পঞ্চাশের জগপ্রীত সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ মার্চ রাতে ঘটনাটি ঘটে ব্রিটিশ কলাম্বিয়ার অ্যাবটসফোর্ডে। নিহত মহিলার নাম বলবিন্দর কৌর (৪১)। বিবৃতি জারি করে ক্যানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম জানিয়েছে - আক্রান্ত মহিলা আত্মরক্ষার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি বলবিন্দরকে।নিহতের পরিবার সূত্রে খবর, টাকাপয়সা নিয়ে ঝামেলা লেগেই থাকত দম্পতির। ঘটনার সপ্তাহখানেক আগে ভারত থেকে ক্যানাডায় গিয়েছিলেন জগপ্রীত। তিনি কোনও কাজকর্ম করেন না। গোলমালের সূত্রপাত এই থেকেই। একটি সংবাদমাধ্যমকে বলবিন্দরের বোন বলেন, 'দিদিকে কুপিয়ে হত্যা করার পর জগপ্রীত লুধিয়ানার তাঁর মাকে ভিডিয়ো কল করে বলেন - ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি।'
জগপ্রীতের বাড়ির লোক অবশ্য গোলমালের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, 'হ্যাপি কাপল' ছিলেন ওঁরা। সংবাদমাধ্যমে জগপ্রীতের ভাইয়ের বক্তব্য, 'দাদা-বৌদির মধ্যে সে রাতে কী হয়েছিল, সেটা পরিষ্কার নয়। দাদা বা আমাদের পরিবারের কেউ কখনও বলবিন্দরকে হেনস্থা করেননি। ওঁরা হ্যাপি কাপল ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা আগেই শপিং সেরে ফিরেছিলেন দু'জনে।' ভাইয়ের দাবি, ঘটনার পর মাকে ফোন করে দাদা জানিয়েছিলেন, ভুলবশত স্ত্রীকে আঘাত করে ফেলেছেন। এ জন্য ক্ষমাও চান। জগপ্রীত ইচ্ছাকৃত কিছু করেননি বলেই দাবি করেছেন ওই ব্যক্তি।
২৪ বছর আগে, ২০০০ সালে বিয়ে হয়েছিল বলবিন্দর-জগপ্রীতের। এক ছেলে ও এক মেয়ে আছে দম্পতির। মেয়ে ক্যানাডাতেই পড়াশোনা করে। তবে দম্পতির ছেলে কোথায় থাকে, সেটা পরিষ্কার নয়। ঠিক কী কারণে খুন, সেটাও এখনও স্পষ্ট নয় বলে পুলিশের বক্তব্য। কারণ দম্পতির মেয়েও ঘটনার সময়ে বাড়ি ছিল না বলে জানা গিয়েছে।