• Lok Sabha Election 2024: শুরু লোকসভার প্রথম দফার মনোনয়ন, নজরে বঙ্গ সহ শতাধিক কেন্দ্রের হেভিওয়েট প্রার্থীরা
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • বুধবার থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের মনোনয়ন। বিহার ছাড়া প্রথম ধাপের জন্য মনোনয়নের শেষ তারিখ ২৭ মার্চ।শুধুমাত্র বিহারে ২৮ মার্চ পর্যন্ত প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়া যাবে। বিহারে মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২ এপ্রিল পর্যন্ত। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট। ওই দিন উত্তরাখণ্ডের পাঁচটি আসনের সঙ্গে তামিলনাড়ুর সবক'টি তথা ৩৯টি আসনেই ভোট হবে। উত্তর-পূর্বের ছয়টি রাজ্যেও একই দিনে ভোট। ছয়টি রাজ্য সহ মোট নয়টি লোকসভা আসন রয়েছে। তবে মণিপুরের একটি আসনে দুই দফায় ভোট হচ্ছে। রাজ্যে নিরাপত্তা ব্যবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি লোকসভা আসনে।ভারতের নির্বাচন কমিশন ২০ মার্চ প্রথম ধাপে মনোনয়ন জমার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। প্রার্থীরা নিজ নিজ জেলা নির্বাচন কর্মকর্তার কাছে নির্বাচনের জন্য তাদের মনোনয়ন দাখিল শুরু করতে পারবেন। ২৭ মার্চ প্রথম ধাপে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন স্ক্রুটিনি হবে ২৮ মার্চ, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩০ মার্চ।

    ভোট কবে কবে?

    প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল, দ্বিতীয় দফার ২৬ এপ্রিল, তৃতীয় দফার ৭ মে, চতুর্থ দফার ১৩ মে, পঞ্চম দফার ২০ মে, ষষ্ঠ দফার ২৫ মে এবং ১ জুন। একটি সপ্তম পর্ব যোগ করা হবে। ১৯ এপ্রিল বাংলায় ভোটগ্রহণ হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া, আলিপুরদুয়ার তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় লড়ছেন কংগ্রেস নেতা কমল নাথের ছেলে নকুল নাথ। একাধিক কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি-কংগ্রেস।

    প্রথম দফায় কোন রাজ্যে কত আসনে ভোট?
    কোন রাজ্য কত আসনে ভোট
    তামিলনাড়ু ৩৯
    রাজস্থান ১২
    উত্তর প্রদেশ ৮
    মধ্য় প্রদেশ ৬
    উত্তরাখণ্ড ৫
    মহারাষ্ট্র ৫
    বিহার ৪
    বাংলা ৩
    অরুণাচল প্রদেশ ২
    মণিপুর ২
    মেঘালয় ২
    ছত্তিশগড় ১
    মিজোরাম ১
    নাগাল্যান্ড ১
    সিকিম ১
    ত্রিপুরা ১
    আন্দামান ১
    নিকোবর ১
    জম্মু-কাশ্মীর ১
    লাক্ষাদ্বীপ ও পুদুচেরি ১
    অসম ৫

    এই মুহূর্তে দেশে প্রায় ৯৬.৮০ কোটি ভোটার রয়েছেন। নতুন ভোটার প্রায় ১ কোটি ৮০ লক্ষ। যুব ভোটারের (২০-২৯ বছর বয়সি) সংখ্যা ১৯.৭৪ কোটি। এবার ৮৫ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। মোট পুরুষ ভোটার ৪৯.৭০ কোটি। এ বছর মহিলা ভোটার ৪৭.১০ কোটি। তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা প্রায় ৪৮ হাজার। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় সাড়ে ১০ লক্ষ। এ বছর নির্বাচনে ইভিএম ব্যবহার হবে ৫৫ লক্ষ।
  • Link to this news (এই সময়)