• Neha Singh Rathore : 'অশ্লীল গান গেয়ে BJP-র টিকিট!' পবন সিংকে কটাক্ষ কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর, কে এই নেহা রাঠোর?
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চর্চায় রয়েছে একটি নাম। নেহা সিং রাঠোর। কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে তাঁকে। কোন আসন থেকে তিনি প্রার্থী হবেন, কার বিরুদ্ধে লড়বেন, এই সব নিয়েই এখন জল্পনা তুঙ্গে।একটি সূত্র মারফত জানা যাচ্ছে, দিল্লির একটি আসন থেকে লোকসভায় ডেবিউ করতে পারেন নেহা সিং রাঠোর। তিনি মুখোমুখি হতে পারেন BJP-র দাপুটে নেতা তথা উত্তর পূর্ব দিল্লির বর্তমান সাংসদ মনোজ তিওয়ারির। এ প্রসঙ্গে সরাসরি তাঁকে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমে নেহা রাঠোর বলেন, 'কংগ্রেস যদি সত্যিই আমায় লোকসভার টিকিট দেওয়ার কথা স্থির করে থাকে, তবে আমি বিষয়টি বিবেচনা করব।'

    কে এই নেহা সিং রাঠোর?গত কয়েকদিন আগেই দিল্লিতে কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরে পৌঁছে গিয়েছিলেন নেহা সিং রাঠোর। তিনি একজন ভোজপুরী সংগীতশিল্পী। ২০২২ বিধানসভা নির্বাচনের সময় তিনি 'ইউপি মে কাওয়া' গানটি গেয়ে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন। এই গানের মাধ্যমে তিনি BJP সরকারের গাফিলতি এবং খামতিগুলি তুলে ধরেন। প্রায়শই নিজের গানের জন্য খবরের শিরোনামে থাকেন নেহা। এমনকী, একাধিক গানের জন্য তাঁর বিরুদ্ধে FIR পর্যন্ত হয়েছে।

    পবন সিংকে কটাক্ষতাঁরই ইন্ডাস্ট্রির গায়ক পবন সিংকে BJP লোকসভার টিকিট দেওয়া নিয়ে কার্যত ফুঁসে উঠেছেন নেহা। তিনি বলেন, 'আমি আদ থেকে তিন-চার বছর আগে ভোজপুরী বাঁচাও আন্দোলন শুরু করেছিলাম। একটি পুরনো গানের একটি ডায়েরি রেকর্ড তৈরি করছি, যা আমাদের অগ্রদ শিল্পীরা ৩০-৪০ বছর ধরে গেয়েছেন। ভোজপুরীকে আরও জনপ্রিয় করে তুলতে আমি পরিচ্ছন্ন কথার গান লিখছি। ইদানিং উস্কানিমূলক এবং অশ্লীল ভোজপুরী গান গাওয়া হয়। এর বিরুদ্ধেই আমি আন্দোলন শুরু করেছি। সেই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে আমার লড়াই যারা সংসদে বসে প্রতিনিধিত্ব করছেন আর এদিকে লেহঙ্গা উঠা দেব রিমোট সে অথবা ফটাফট খোলকে দেখাও জাতীয় গানগুলি লিখেছেন। এই ধরণের মানুষগুলোকে যখন লোকসভার টিকিট পেতে দেখছি তখন আমার লড়াইটা আরও স্বার্থক মনে হচ্ছে। এটাই আমার লড়াই। এই ধরণের মানুষরা ভোজপুরীকে অসম্মানিত করছে। সংসদটা কোনও অর্কেস্ট্রা বা ডিজে বাজানোর জায়গা নয়। ওটা একটা সম্মানীয় স্থান।'

    উল্লেখ্য, ভোজপুরী গায়ক পবন সিংকে বাংলার আসানসোল আসন থেকে টিকিট দে BJP। এরপর থেকেই চর্চায় চলে আসেন তিনি। বাংলার শাসকদলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাঁর বাঙালিদের অবমাননা করে গাওয়া গান এবং বাঙালি বিদ্বেষ মনোভাব নিয়ে। নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে তিনি আসানসোল থেকে নাম প্রত্যাহার করে নেন। তবে ঠিক সপ্তাহখানেকের মাথায় ফের টুইস্ট। পবন সিং জানান, মাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে তিনি আসানসোলেই লড়বেন।
  • Link to this news (এই সময়)