• Kolkata Weather Today: আরও ২-৩ দিন ভিজবে বাংলা, উত্তর থেকে দক্ষিণ বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার বদল কবে?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মার্চ ২০২৪
  • IMD West Bengal Weather Update:

    মঙ্গলবার থেকেই বাংলাজুড়ে বৃষ্টি। আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিও ভিজবে বলে জানা গিয়েছে।

    হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলি আজও ভিজবে। টানা দু-তিনদিন বৃষ্টির ফলে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

    আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

    বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারেও বীরভূম-মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনার একাধিক এলাকা বৃষ্টিতে ভিজতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকে রাজ্যজুড়ে তাপমাত্রার বিরাট পরিবর্তনে সম্ভাবনা রয়েছে।

    কেন এই বৃষ্টি

    আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ এবং আশেপাশের অঞ্চল, ঝাড়খণ্ড থেকে দক্ষিণ অসম পর্যন্ত নিম্নচাপ বলয় বিস্তৃত রয়েছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে আসার কারণে রাজ্যজুড়ে আগামী দু-তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)