এই ঘটনায় হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন। জেলা পুলিশকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছে কমিশন। জেলশাসককে পুরো ঘটনার উপর নজর রাখতে বলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। গন্ডগোলের জেরে রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কর্মী-সমর্থকদের হেনস্থার প্রতিবাদে বুধবার দিনহাটায় ২৪ ঘণ্টার বনধ ডেকেছে তৃণমূল।