• গার্ডেনরিচ কাণ্ড: হেলে পাশের বাড়িতে সেঁটেছে ওয়াসিমের তৈরি শেষ বহুতল, আতঙ্কে বাসিন্দারা
    প্রতিদিন | ২০ মার্চ ২০২৪
  • অর্ণব আইচ: ৬ মাসেই পাশের বাড়িতে হেলে পড়েছে প্রোমোটার মহম্মদ ওয়াসিমের (MD Wasim) তৈরি শেষ বাড়িটি। ততোধিক খারাপ অবস্থা ওয়াসিমের নির্মীয়মান বাড়ির থামগুলির। মহল্লার বাসিন্দাদের মন্তব‌্য, ‘‘এই বাড়িটা যে কবে ভেঙে পড়বে, তা কেউ জানে না। আতঙ্কে মরছি আমরা।’’ যদিও নির্মীয়মান বাড়িটির এই দশায় সবচেয়ে বেশি আতঙ্কিত যে বাড়ির উপর ওয়াসিমের বাড়িটি হেলে পড়েছে, এই বাড়ির বাসিন্দা শাহদাব আমন, ইকবালউদ্দিন আমনের পরিবার।

    গার্ডেনরিচ থানা (Garden Reach) এলাকার হরিবাবু পল্লি রোড। আজাহার মোল্লা বাগানে প্রোমোটার মহম্মদ ওয়াসিমের যে বাড়িটি ভেঙে পাশে টালির বাড়ির উপর পড়েছে, বছর দেড়েক আগে সেখান থেকে কিছুটা দূরেই হরিবাবু পল্লি রোডে নির্মাণের কাজ শুরু করে ওয়াসিম। ইটের বদলে ব‌্যবহার করে ফ্লাই অ‌্যাশের স্ল‌্যাব। ভেঙে পড়া বাড়িটির কাজ যখন শুরু হয়েছে, তখন এই পাঁচতলা বাড়িটি নির্মাণের কাজ শেষ করে ওয়াসিম। প্রায় একই সময়ে ওয়াসিমের বাড়িটির পাশেই নিজেদের পাঁচতলা বাড়ি তৈরির কাজ শুরু করে শাহদাব আমন, ইকবালউদ্দিন আমনের পরিবার। আমন পরিবারের সদস‌্যরা জানান, প্রথমদিকে যখন দু’টি বাড়ির কাজ শেষ হয়, তখন ওয়াসিমের নির্মাণ করা বাড়িটি সোজাই ছিল। তবে পুরসভার নিয়ম মেনে দু’টি বাড়ির মধ্যে জায়গা রাখা হয়নি। তবু সামান‌্য জায়গা ছিল দু’টি বাড়ির মাঝে। গত বছরের জুন মাসে আমন পরিবারের সদস‌্যরা এই বাড়িটিতে উঠে আসেন। এখানেই তাঁরা থাকতে শুরু করেন।

    তখন থেকেই তাঁরা লক্ষ‌্য করেন, ওয়াসিমের তৈরি বাড়িটি হেলতে শুরু করেছে। সম্প্রতি হেলতে হেলতে সেটি আমনদের বাড়ির সঙ্গে প্রায় সেঁটে যায়। এমনই অবস্থা যে, এখন দু’টি বাড়ির তিন থেকে পাঁচতলার মধ্যে এক ইঞ্চিও জায়গা নেই। কয়েক মাস আগে থেকে আমন পরিবারের বাসিন্দারা ওয়াসিমের সঙ্গে দেখা করে তাঁকে বলতে শুরু করেন, এই ব‌্যাপারে কোনও ব‌্যবস্থা নিতে। ওয়াসিমের বাড়ি এভাবে তাঁদের বাড়ির উপর হেলে পড়লে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে বাড়িটি। ওয়াসিম তাঁদের আশ্বাস দিয়ে বলে, সে কিছু একটা ব‌্যবস্থা নিচ্ছে। এর মধ্যেই রবিবার রাতেই তাঁরা খবর পান, একটু দূরেই ওয়াসিমের তৈরি নির্মীয়মাণ বাড়িটি ভেঙে পড়েছে। এর ঘটনায় আতঙ্কিত পুরো পরিবার। পুরসভার কাছে আমন পরিবারের আবেদন, যেন খুব তাড়াতাড়ি ওয়াসিমের বাড়িটি ভেঙে ফেলা হয়। না হলে তাঁরা বিপদে পড়বেন। মহল্লার অন‌্য বাসিন্দারাও বলেন, ওই বাড়িটি তৈরির সময় পাশের জমির পাঁচিলটি বেঁকে যায়। পাঁচিলের অন‌্য অংশ ভেঙেও পড়ে। ওয়াসিমের বাড়ি নির্মাণের পদ্ধতি ও বাড়ির থামের উপরও ভরসা নেই কারও। তাই আতঙ্কে দিন কাটাচ্ছেন মহল্লার বাসিন্দারা।

    এদিকে, আজাহার মোল্লা রোড অঞ্চলেই প্রোমোটার ওয়াসিম পরিবার নিয়ে যে বাড়িটিতে থাকে, সেই বাড়িটিও তার নিজের তৈরি ও সম্পূর্ণ বেআইনি বলেও অভিযোগ উঠেছে। সেই বাড়িতে এখন ওয়াসিমের পরিবারের লোকেরা নেই। ওই বাড়িটি ওয়াসিমের তৈরি ভেঙে পড়া বাড়িটির কাছে হওয়ার কারণে তার বিদু‌ৎ, জলের লাইন কেটে দেওয়া হয়েছে। তাই ওয়াসিমের উপর অসন্তুষ্ট ওই বাড়ির অন‌্য বাসিন্দারাও।

    ওয়াসিমের বাড়ি নির্মাণের পদ্ধতি ও বাড়ির থামের উপরও ভরসা নেই কারও। ৬ মাসেই পাশের বাড়িতে হেলে পড়েছে প্রোমোটার মহম্মদ ওয়াসিমের তৈরি শেষ বাড়ি দু’টি বাড়ির তিন থেকে পাঁচতলার মধ্যে এক ইঞ্চিও জায়গা নেই। আতঙ্কে শাহদাব আমন, ইকবালউদ্দিন আমনের পরিবার।
  • Link to this news (প্রতিদিন)