Trinamool Congress : ভোট পদ্ধতি নিয়ন্ত্রণে কোর কমিটি তৃণমূলের
এই সময় | ২০ মার্চ ২০২৪
প্রসেনজিৎ বেরাভোট ম্যানেজমেন্টের জন্য লোকসভা ভিত্তিক কোর ইলেকশন টিম গঠন করল তৃণমূল। কয়েকটি জেলায় এই কোর টিমের মাথায় অবজার্ভারও নিয়োগ করা হয়েছে। কোর টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তারা। এই টিমের পোশাকী নাম দেওয়া হয়েছে, ইলেকশন কমিটি।
গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রার্থীরা জোরকদমে প্রচারেও নেমে পড়েছেন। যদিও প্রতিপক্ষ বিজেপি এবং বাম-কংগ্রেস এখনও সমস্ত আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এই অ্যাডভান্টেজ ধরে রাখতে লোকসভা কেন্দ্রিক ভোট ম্যানেজমেন্টের জন্য কোর টিম গঠন করে দিয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। প্রত্যেক কমিটিতে একজন চেয়ারম্যান, কো-চেয়ারম্যান এবং কার্যকরী সদস্যরা থাকবেন।
লোকসভা কেন্দ্র অনুযায়ী এই কমিটির সদস্য সংখ্যাও ঠিক করে দেওয়া হয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রের জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে চেয়ারম্যান করে ৩২ জনের কোর কমিটি গঠন করা হয়েছে। আজ, বুধবার তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক ডাকা হয়েছে। আবার পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভার জন্য যে কোর কমিটি গঠন করা হয়েছে সেখানে ১২ জন সদস্য রয়েছেন বলে তৃণমূল সূত্রের খবর। এই কোর টিমে সাংগঠনিক জেলা সভাপতি, বিধায়ক, জেলা পরিষদ সদস্য, ব্লক নেতারা রয়েছেন।
তৃণমূলের সংগঠনে বেশ কয়েক বছর আগেই অবজার্ভার পদ তুলে দেওয়া হয়েছিল। কিন্তু এই লোকসভা ভোটের দিকে তাকিয়ে সাময়িক ভাবে সেই অবজার্ভারের পদ ফেরানো হয়েছে। যারা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করবেন। ইতিমধ্যেই এই ভোট ম্যানেজমেন্টের কাজে কোর কমিটির সঙ্গে সমন্বয় সাধন করতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে পূর্ব মেদিনীপুর জেলার অবজার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে।
তৃণমূলের প্রবীণ এক নেতার কথায়, ‘আপাতত ৩০ টি লোকসভা কেন্দ্রের ভোট ম্যানেজমেন্টের জন্য ৩০টি কোর টিম তৈরি করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচার, দলের সর্বোচ্চ নেতৃত্ব অথবা স্টার ক্যাম্পেনারের নির্বাচনী সভার আয়োজন থেকে ভোট সংক্রান্ত সমস্ত কাজ দেখবে এই টিম। যেখানে প্রয়োজন বলে নেতৃত্ব মনে করছে, সেখানে অবজার্ভারও নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে একটি ভোটকুশলী সংস্থার পরামর্শও গ্রহণ করা হয়েছে।’
কিছু দিনের মধ্যে বাকি ১২টি লোকসভা কেন্দ্রের ভোট ম্যানেজেমেন্টের জন্যও একই ভাবে কোর টিম তৈরি করা হতে পারে। তৃণমূলের এই ভোট ম্যানেজমেন্ট টিমের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক অভিজ্ঞ নেতার কথায়, ‘একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, জেলা কমিটির বদলে আপাতত ভোট সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত এই কোর ইলেকশন কমিটি গ্রহণ করবে। ভোট হয়ে গেলে ফের সাংগঠনিক জেলা কমিটি তার নির্দিষ্ট দায়িত্ব পালন করবে। যে অবজার্ভার নিয়োগ করা হয়েছে তাও শুধু এই ভোটের দিকে তাকিয়ে করা হয়েছে।’
তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, ‘এই মুহূর্তে ভোট হলে রাজ্যে তৃণমূল অন্তত ৩৫ টি আসনে জয়ী হবে। ৩৭টি আসনেও জয়ী হতে পারি। তবে আমরা ৪২ আসনে জয়ের লক্ষ্য নিয়েই লড়াই করছি।’ এই টার্গেট পূরণে করতে ময়দানে ভোটের রণকৌশল প্রয়োগ করবে ইলেকশন কোর কমিটি।