• Barack Obama : ১০ ডাইনিং স্ট্রীটে গিয়ে প্যাঁচে ওবামা
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • লন্ডন: নন-প্রফিট অর্গানাইজ়েশনটা তাঁর নিজের। ওবামা ফাউন্ডেশন। ওই সংস্থার কাজে তিনি এখন লন্ডন সফরে, সেটা সবার জানা। কিন্তু যেটা জানা ছিল না, তা হলো, সোমবার দুপুরে তিনি হুট করে ঢুকে পড়বেন ১০ ডাউনিং স্ট্রিটে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। প্রাক্তন ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা এই ভাবেই সবাইকে অবাক করে দিলেন।মনে করা হচ্ছে, ওবামার সঙ্গে এ-ই প্রথম সাক্ষাৎকার হলো ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনকের। ডাউনিং স্ট্রিটের তরফে বলা হয়েছে, এই সাক্ষাৎকার নেহাতই ঘরোয়া ও সৌজন্যমূলক। তবে এই সাক্ষাৎকারে আমেরিকার লোগান আইন লঙ্ঘিত হয়েছে বলেও দাবি উঠেছে কোনও কোনও মহলে। ওই ফেডারেল আইন অনুযায়ী, ইউএস প্রশাসনের অনুমতি না-নিয়ে কোনও আমেরিকান কোনও বিদেশি সরকার বা বিদেশের কোনও নেতার সঙ্গে বৈঠক, আলোচনা করতে পারেন না। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সুনকের সঙ্গে সাক্ষাৎকারের জন্য ইউএস গভর্নমেন্টের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও অনুমতি ওবামা নেননি।

    ওবামা কেন ডাউনিং স্ট্রিটে সুনকের সঙ্গে দেখা করতে এলেন, ওই সাক্ষাৎকারের বিষয় কী- প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে সাংবাদিকরা চেঁচিয়ে এই সব প্রশ্ন ছুড়ে দিলেও কোনও উত্তর মেলেনি। ওবামা কেবল হেসে তাঁদের দিকে হাত নাড়িয়েছেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, ওই সাক্ষাৎকার নেহাতই সৌজন্যমূলক এবং ঘরোয়া ওই আলাপচারিতায় যে সব নিয়ে দু'জনের কথা হয়েছে, তার মধ্যে ছিল আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই- যা সুনকের খুবই পছন্দের বিষয়।

    ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্রের কথায়, 'প্রাইম মিনিস্টার নাম্বার টেন-এ বারাক ওবামাকে স্বাগত জানান। ওই ঘরোয়া মিটিং ছিল ওবামা ফাউন্ডেশনের কাজের সূত্রে প্রাক্তন ইউএস প্রেসিডেন্টের লন্ডন সফরের অঙ্গ। দু'জনের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক থেকে এআই- বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।' কিন্তু ওই সাক্ষাৎকার কি সত্যিই নিছক সৌজন্যমূলক? তা নিয়ে জল্পনা তুঙ্গে।
  • Link to this news (এই সময়)