• World Happiest Country 2024 : 'সুখে আছে যারা...', বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড! ভারত কত নম্বরে?
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • প্রকাশিত হল পৃথিবীর সবথেকে সুখী দেশের তালিকা। একশো ১৪৩ টি দেশকে নিয়ে এই সার্ভে করা হয়। এই নিয়ে টানা সাতবারের জন্য তলিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ডের নাম। ফিনল্যান্ডের পরই সব থেকে হাসিখুশি দেশের তালিকায় নাম রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেনের। ২০২০ সালে তালিবানি শক্তির রমরমার জন্য হওয়া মানবিক বিপর্যয়ে জর্জরিত আফগানিস্তানের নাম ১৪৩ টি দেশের তালিকার সব থেকে নীচে।সুখী দেশের তালিকায় কে কত নম্বরে?২০ মার্চ বিশ্ব সুখ দিবস। তাই প্রত্যেক বছর ওই দিনে বিশ্বের সুখী দেশের একটি তালিকা প্রকাশ করে জাতিসংঘ। ২০২৪ সালের তালিকা প্রকাশ হওয়ার প্রায় এক দশক পর সুখী দেশের তালিকা থেকে ছিটকে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি। তালিকার প্রথম কুড়িটি দেশের মধ্যেও জায়গা হয়নি এই দুটি দেশের। তালিকায় ২৩ এবং ২৪ নম্বরে রয়েছে দুটি দেশের নাম। তবে সক্কলকে চমকে দিয়ে সুখী দেশের প্রথম কুড়িটি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে কুয়েত এবং কোস্টা রিকা। তালিকার ১২ এবং ১৩ নম্বরে রয়েছে দেশ দুটি। প্রতিবেদনে সাফ দেখা যাচ্ছে যে বিশ্বের সুখীদেশগুলো কোনও বৃহত্তম দেশগুলিকে অন্তর্ভুক্ত করা হয়নি। তালিকার শীর্ষে থাকা দশটি দেশের মধ্যে শুধুমাত্র নেদারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার জনসংখ্যা ১৫ মিলিয়নের বেশি। এছাড়া কানাডা ও যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩০ মিলিয়নের বেশি।

    সুখী দেশের সার্ভেতে দেখা যাচ্ছে ২০১০ সালের পর থেকে লেবানন, আফগানিস্তান এবং জর্ডানে সুখের তীব্র পতন ঘটেছে। অথচ সার্বিয়া, বুলগেরিয়া, লাটভিয়ার মতো পূর্ব ইউরোপীয় দেশগুলির সংখ্যা বেড়েছে অনেকটাই।

    সমীক্ষায় দেখা গেছে, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলিতে কুড়ি বছর বয়সীদের মধ্যে আনন্দের পরমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সেই তুলনায় বয়স্করা তরুণদের তুলনায় বেশি খুশি। এর উল্টো ছবি দেখা গেছে পূর্ব ইউরোপে। সেখানে সব বয়সের মানুষের মধ্যে সুখের পরিমাণ সমানভাবে বেড়েছে। একই ছবি দেখা গেছে পশ্চিম ইউরোপে। ইউরোপ ছাড়া বাকি দেশে সুখের পরিমাণের তারতম্য ভাবাচ্ছে জাতিসংঘকে।

    অন্যদিকে সুখী দেশের তালিকায় ২০২৩ সালের মতো ২০২৪ সালেও ১২৬ নম্বরে রয়েছে ভারতের নাম। ২০২৩ সালে প্রকশিত তালিকায় পিছিয়ে গেছিল বাংলাদেশ। উল্টে বিশ্বের অসুখী দেশশের তালিকার ২০ নম্বর স্থানে ছিল বাংলাদেশ।

    কীসের উপর নির্ভর করে তালিকা তৈরি হয়?মূলত ছটি জিনিসের উপর বিচার করে তৈরি করা হয় সুখী দেশের তালিকা। মানুষের ভালো থাকার নিজস্ব মূল্যায়ন, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মানুষের ব্যক্তিগতভাবে সুস্থ থাকার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা। এর সঙ্গে দেখা হয় মানুষের জিডিপি এবং দুর্নীতির মাত্রাও।
  • Link to this news (এই সময়)