• Lok Sabha Election 2024: লোকসভায় বিজেপির 'ব্রহ্মাস্ত্র' AI! প্রচারে কী ভাবে খেল দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা?
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • সালটা ২০১৪। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নেতৃত্বে ধীরে ধীরে 'টেক স্যাভি' হয়ে উঠতে থাকল ভারতীয় জনতা পার্টি। প্রতিটা ক্ষেত্রে প্রয়োগ বাড়তে লাগল প্রযুক্তির। পিছন থেকে উৎসাহ জোগাতে লাগলেন মোদী। ১০ বছরে আলোর গতিতে বাড়ল মোদীর জনপ্রিয়তা। ভোট কৌশলে প্রযুক্তিকে ব্য়বহার করে রাজনীতির ময়দানে মাত দিতে থাকলেন নেতা-নেত্রীরা। প্রযুক্তির সঙ্গে গলা মেলানোর মন্ত্র বরাবরই নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ কালে ঢেলেছেন নমো। বিজেপির প্রচারাভিযানে এবার এআই প্রযুক্তির আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।মোদীর ভাষণে এআই

    ভাষণ দিতে যে মোদী বরাবরই দক্ষ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে বহু ভাষাভাষির ভারতে ভাষা অনেক ক্ষেত্রেই একটা সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়। প্রধানমন্ত্রী মূলত হিন্দিতেই ভাষণ দেন। নিজ রাজ্যে গুজরাটে গেলেই একমাত্র তাঁকে গুজরাটি ভাষায় ভাষণ দিতে শোনা যায়। এছাড়া যে যে প্রদেশে যান ভাষণের প্রথম দিকে খানিকটা হলেও সেখানকার আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। একাধিকবার বাংলা সফরে এসে ভাষণের মাঝে বাংলা শব্দ-বাক্য ব্যবহার করেছেন তিনি। তবে তাঁর পক্ষে সম্পূর্ণ ভাবে বাংলা বা ওড়িয়া ভাষায় কথা বলা সম্ভব নয়। অনেক সময় উচ্চারণগত ত্রুটিও থেকে যায় তার মধ্যে। এই অবস্থায় তাই বিজেপি ভাষার সমস্যা দূর করতে সাহায্য নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মোদী ম্যাজিকেই সঙ্গে ধীরে ধীরে মিশছে এআই ম্যাজিক। রবিবার তেলঙ্গানার নাগারকুর্নুলে এক জনসভায় ভাষণ দেন মোদী। সেই ভাষণ কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় তেলেগুতে অনুবাদ করা হয়েছে। @NaMoInTelugu এক্স হ্য়ান্ডেলে শোনা যাবে এআই অনুবাদিত মোদীর ভাষণ। একইভাবে নমো ইন বেঙ্গলি (@NaMoInBengali) এক্স হ্যান্ডেলে গেলে মরেন্দ্র মোদীর সব বক্তৃতা বাংলায় শুনতে পাওয়া যাবে।

    এই প্রথম নয়, ২০২৩ সাল থেকেই এআই-এর সাহায্যে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুবাদের কৌশল ব্যবহার করছে বিজেপি। ২০২৩ সালের ডিসেম্বরে উত্তর প্রদেশের বারাণসীতে কাশী-তামিল সঙ্গম-এর সময় মোদীর বক্তৃতা AI প্রযুক্তি ব্য়বহার করে তামিল শ্রোতাদের জন্য অনুবাদ করা হয়েছিল। হিন্দি বক্তৃতাকে তামিল ভাষায় অনুবাদ করতে একটি বিশেষ AI টুল ব্যবহার করা হয়। আসন্ন নির্বাচনে বড় নেতাদের সমাবেশ বা রোড শো আয়োজনেও এআই প্রযুক্তির ব্যবহার বিজেপি আরও বাড়াবে বলেই আশা।

    কী প্ল্য়ানিং বিজেপির?

    আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের কাছে পৌঁছতে শুধুমাত্র যে হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেই ব্য়বহার করা হবে তাই নয়, বরং এআইয়ের ব্যবহার আরও বাড়ানো হবে বলে আশা। বিজেপি পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে নিজেদের ক্ষমতা প্রসরিত করতে মরিয়া। এই রাজ্যগুলিতে এখনও আঞ্চলিক দলগুলি মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী। এই রাজ্যগুলি থেকে সর্বাধিক আসন প্রাপ্তি নিশ্চিত করতে চায় গেরুয়া শিবির। এআই-এর মাধ্যমে সরাসরি তাদের ভাষায় মানুষের মধ্যে মোদীর বার্তা পৌঁছে দেওয়াটা এই লক্ষ্যে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বাংলা, কন্নড়, তামিল, তেলেগু, পাঞ্জাবি, মারাঠি, ওড়িয়া এবং মালায়লামের মতো ভাষায় মোদীর এআই ভাষণ শোনা যাচ্ছে বর্তমানে।

    এআই প্রযুক্তি ব্যবহারে সাবধানতা

    তবে এআই প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি সতর্কতা অবলম্বন অবশ্য়ই প্রয়োজন। ভুয়া খবর বা ভুল তথ্যও এই প্রযুক্তির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এটি নিয়ন্ত্রণ করাও বড় চ্য়ালেঞ্জ। সাম্প্রতিক বাংলাদেশের নির্বাচনে, বিরোধী দলগুলো অভিযোগ করেছে যে সরকার সমর্থকরা AI-এর অপব্যবহার করেছে এবং বিরোধী দলকে হেয় করার জন্য ডিপফেক ভিডিও তৈরি করেছে। নির্বাচনের সময়, জনসাধারণকে আকৃষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবরের বন্যা বয়ে যায়।

    Narendra Modi In Kerala: বিজেপির মিশন সাউথ, পালাক্কড়ে প্রধানমন্ত্রী

    গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতে ১২৯টি আসনের মধঅযে ২৯টি আসনে জিতেছিল বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিজেপির আসন সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)