Lok Sabha Election Cost: বিশ্বের সব নির্বাচনের রেকর্ড চুরমার! চলতি বছর লোকসভায় কত খরচের অনুমান?
এই সময় | ২০ মার্চ ২০২৪
ভোট মানেই কাঁড়ি কাঁড়ি খরচ। নির্বাচনের দিন ঘোষণার অনেক আগে থেকেই প্রচার পর্ব শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ভোট আয়োজনে মোটা অর্থ ব্য়য় হয় কমিশনেরও। স্বাধীন ভারতে যখন প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেবার নির্বাচন কমিশনের খরচ হয় প্রায় ১০.৫ কোটি টাকা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে চিত্র। প্রতি বছরই বেড়েছে নির্বাচনের খরচের বহর। সাম্প্রিত সময় নির্বাচন পরিচালনায় ব্যয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এর সঙ্গে সঙ্গে যদি রাজনৈতিক দল ও প্রার্থীদের খরচ যোগ করা হয় তাহলে তা অনেক বেশি হবে।নির্বাচনে জিততে রাজনৈতিক দল ও প্রার্থীরেদর তরফে জলের মতো অর্থ ব্যয় করা হয়। নির্বাচন কমিশন প্রার্থীদের ব্যয়ের সীমা নির্ধারণ রলেও দলগুলোর উপর কোনও নিষেধাজ্ঞা নেই। আর এসব কারণেই ভারতে লোকসভা নির্বাচনে বিশ্বের মধ্য়ে সবচেয়ে বেশি খরচ হয়। গত কয়েক বছর সাধারণ নির্বাচনে ভারতের লোকসভা নির্বাচনে যা খরচ হয়েছে তা বিশ্বের একাধিক দেশের জিডিপির সমান।
এবারের নির্বাচনে আনুমানিক কত টাকা খরচ হতে পারে? সেন্টার ফর মিডিয়া স্টাজিজের অনুমান, এবারের সাধারণ নির্বাচনে ১.২০ লাখ কোটি টাকারও বেশি খরচ হতে পারে। চলতি বছরের ভারতের লোকসভা নির্বাচন হতে পারে বিশ্বের মধ্য়ে সর্বাধিক ব্যয়বহুল। উল্লেখ্য, প্রতি পাঁচ বছরে নির্বাচনী ব্যয় দ্বিগুণ হচ্ছে। ২০১৯ সালে নির্বাচনে ৬০ হাজার কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান করা হয়েছিল। ২০১৪ সালে প্রায় ৩০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছিল বলে জানা যায় কমিশনের সাইট থেকে।
নির্বাচন কতটা ব্য়য়বহুল হয়ে উঠছে?
সরকার নির্বাচন পরিচালনার সম্পূর্ণ ব্য়য় বহন করে। লোকসভা নির্বাচন পরিচালনার সব খরচ বহন কেন্দ্রীয় সরকার। বিধানসভা নির্বাচনের খরচ রাজ্য সরকার বহন করে। যদি লোকসভা ও বিধানসভা নির্বাচন একযোগে হয় তবে ব্যয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভাগ করা হয়।
নির্বাচন কমিশনের মতে, প্রথম সাধারণ নির্বাচনে ১০.৪৫ কোটি টাকা খরচ হয়েছিল। ২০০৪ সালে নির্বাচনে প্রথমবার খরচ ছাড়িয়ে যায় ১০০০ কোটি টাকা। সেবার নির্বাচনে খরচ হয়েছিল ১ হাজার ১৬ কোটি টাকা। ২০০৯ সালে খরচ হয়েছিল ১ হাজার ১১৫ কোটি টাকা। ২০২৪ সালে নির্বাচনের খরচ হয়েছিল ৩ হাজার ৮৭০ কোটি টাকা। ২০১৯ সালে খরচের পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি। অনুমান, ২০১৯ সালে ভোট পরিচালনায় কমিশনের খরচ হয়ে থাকতে পারে ৫০০০ কোটি টাকা।
দলের খরচ কত?
অ্যাসোসিয়েশন ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এর রিপোর্ট অনুসারে, ২০১৪ সালের নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল ৬,৪০৫ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছিল। আর এতে ব্যয় হয়েছে ২,৫৯১ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত নির্বাচনে সাতটি জাতীয় দল ৫,৫৪৪ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছিল। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৪,০৫৭ কোটি টাকা। কংগ্রেস ১,১৬৭ কোটি টাকার তহবিল সংগ্রহ করে। ২০১৯ সালে, বিজেপি ১,১৪২ কোটি টাকা খরচ করেছিল। কংগ্রেস ৬২৬ কোটি টাকার বেশি খরচ করেছে।
২০১৯ সালে, বিজেপি ৩০৩টি আসন জিতেছিল। এই হিসাব অনুযায়ী এক একটি আসন জিততে বিজেপি গড়ে ৪.৪ কোটি টাকা ব্যায় করেছে। কংগ্রেসের ঘরে যায় মাত্র ৫২টি আসন। সেই হিসেবে একটি আসন জেতার জন্য গড়ে তাদের খরচ হয়েছে ১২ কোটি টাকার বেশি।
এত টাকা কোন কোন খাতে খরচ হয়?
এই সব অর্থ নির্বাচন কমিশন খরচ করে নির্বাচনী প্রক্রিয়ায়। নির্বাচনের সময় ইভিএম কেনা, নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং নির্বাচনী সামগ্রী কেনার মতে একাধিক খাতে অর্থ ব্যয় করা হয়।
নির্বাচন কমিশন ছাড়াও রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রচুর খরচ করেন। লোকসভা নির্বাচনে প্রার্থীর জন্য ৯৫ লাখ টাকা সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ একজন প্রার্থী নির্বাচনী প্রচারে ৯৫ লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না। তবে রাজনৈতিক দলগুলোর ব্যয়ের কোনো সীমা নেই। রাজনৈতিক দলগুলো তিনটি বিষয়ে সবচেয়ে বেশি ব্যয় করে। প্রথম- প্রচার। দ্বিতীয়- প্রার্থীদের উপর। এবং তৃতীয়ত- ভ্রমণে। নির্বাচনী প্রচারণা চলাকালে দলগুলোর তারকা প্রচারকরা দিনভর বিভিন্ন সমাবেশ করেন। এর জন্য হেলিকপ্টার সার্ভিস ব্যবহার করা হয়। ২০১৯ সালে, বিজেপি একাই ভ্রমণে প্রায় ২৫০ কোটি টাকা খরচ করেছিল।
গত লোকসভা নির্বাচনে, রাজনৈতিক দলগুলি প্রচারে প্রায় ১,৫০০ কোটি টাকা খরচ করেছে। এর মধ্যে সাতটি জাতীয় দল ১,২২৩ কোটি টাকার বেশি খরচ করেছে। প্রচারে সবচেয়ে বেশি খরচ করেছে বিজেপি ও কংগ্রেস। বিজেপি খরচ করেছে ৬৫০ কোটি টাকা আর কংগ্রেস খরচ করেছে ৪৭৬ কোটির বেশি।
লোকসভা নির্বাচন ২০২৪-এর নির্ঘণ্ট প্রকাশ! জানুন একনজরে
এইবার কত খরচ হবে?অনুমান করা হচ্ছে এই বছর নির্বাচনে খরচ হবে ১.২০ লাখ কোটি টাকা। এর মধ্যে মাত্র ২০ শতাংশ খরচ করবে নির্বাচন কমিশন। বাকি খরচ রাজনৈতিক দল দল ও প্রার্থীরা বহন করবে।