Sidhu Moose Wala Net Worth: মৃত্যুকালেও কোটি কোটি টাকা নগদ গায়ক-রাজনীতিকের, কত সম্পত্তির মালিক হবে সিধু মুসেওয়ালার ভাই?
এই সময় | ২০ মার্চ ২০২৪
পুরনো ক্ষতে খানিক প্রলেপ দিন কয়েক আগে। ঘর আলো করে এসেছে এক পুত্র সন্তান। ২০২২ সালের ১৯ এপ্রিল দিনটা ছিল পরিবারের কাছে এক অভিশাপ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল পঞ্জাবি গায়ক শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসেওয়ালাকে। তারপর থেকে ছেলের মৃত্যুর কষ্ট বুকে নিয়েই দিন কাটাচ্ছিলেন সিধু মুসেওয়ালার বাবা-বা। অবশেষে সেই ক্ষতে প্রলেপ লেগেছে রবিবার। IVF পদ্ধতিতে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সিধু মুসেওয়ালার মা চরণ কৌর। খুশির খবর সকলের সঙ্গে ভাগ সিধুর বলকাউর সিং সিধু। সিধু মুসেওয়ালারকে ধনী পঞ্জাবি গায়কের মধ্যে একজন বলেই বিবেচনা করা হত। সম্পত্তির পরিমাণ ছিল অঢেল। মৃত্যুকালে রেখে গিয়েছেন বিপুল পরিমাণ সম্পত্তি। মনে করা হচ্ছে সিধুর সম্পত্তির বড় অংশ ভবিষ্যতে পেতে পারে তাঁর ভাই। কী কী সম্পত্তি রয়েছে সিধুর জানুন।হলফনামা অনুযায়ী সম্পত্তি
সিধু যেবার কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তিনি তাঁর হলফনামায় সম্পদের উল্লেখ করেছিলেন।
হলফনামায় তাঁর সম্পদের পরিমাণ ৮ কোটি টাকা বলে জানা গিয়েছিল। এছাড়াও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ছিল বিপুল পরিমাণ নগদ।হলফনামায় তাঁর অ্য়াকাউন্টে ৫ কোটি টাকার জমার কথা বলা হয়েছে। সিধু একটি সঞ্চয় প্রকল্পে ১৮ লাখ টাকা জমাও করেছিলেন। যার মূল্য বর্তমানে অনেক গুণ বৃদ্ধি পেয়েছেসিধু মুসেওয়ালার নামে কোটি টাকার কৃষি জমিও ছিল। ১৮ লাখ টাকার গয়না ছিল সিধু মুসেওয়ালার কাছে।
সিধুর কী কী সম্পত্তি?
বিপুল সম্পত্তির অধিকারী প্রয়াত পঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু। গান গেয়েই কোটি কোটি টাকা আয় করেছেন সিধু। দেশের পাশাপাশি জনপ্রিয় ছিলেন বিদেশেও। 'ডাকুয়া দা মুন্ডা' এবং 'জত্তা দা মুকাবলা'-এর 'জি ওয়াগন', 'টোচান', 'ডলারের গান'-এর মতো একাধিক মিউজিক ভিডিয়োতে লাখ লাখ ভিউ। এক একটি গান থেকেই কোটি কোটি টাকা রোজগার করতেন সিধু। একাধিক রিপোর্ট অনুযায়ী, মৃত্যুকালে সিধু রেখে গিয়েছেন ১১৪ কোটি। সূত্রের খবর, একটি লাইভ কনসার্টের জন্য তিনি ২১ লাখ টাকা নিতেন। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা সহ একাধিক দেশে লাইভ কনসার্ট করেছেন তিনি।
গাড়ির শখ ছিল সিধুর। গ্যারেজে সাজানো বিলাসবহুল সব গাড়ি। কী ছিল না তাতে! ছিল সাদা রঙের রেঞ্জ রোভার, ইসুজু ডি ম্যাক্স, মার্সিডিজ এএমজি ৬৩, মুস্তাং, ফরচুনার, জিপ এবং টয়োটার মতো একাধিক বিলাসবহুল গাড়ি। কোনওটার দাম কোটি টাকারও বেশি। এছাড়াও দামি বাইকেরও শখ ছিল সিধুর। পঞ্জাবে তার বিলাসবহুল বাড়ি ছাড়াও কানাডায় তাঁর নিজস্ব বিলাসবহুল বাড়ি রয়েছে। শুধু তাই নয় মৃত্যুর পরও তাঁর গানগুলিতে লাখ লাখ ভিউ পড়ে। তার থেকেও মোটা টাকা ঢুকেছে সিধুর অ্যাকাউন্টে। মৃত্যুর আগে তাঁর শেষ হিট গান ছিল 'Scapegoat'। একদিকে ছিলেন দক্ষ র্যাপার। তেমনটি তাঁর কণ্ঠে রোমান্টিক গানও ব্য়াপক হিট হয়েছে। তাঁর একটি অ্যালবাম কানাডিয়ান হিট ১০০-এর চার্টের তালিকায় নাম লিখিয়েছিল, যা কিনা প্রথম ভারতীয় হিসেবে তাঁর নাম উজ্জ্বল করে। ২০২২ সালে পঞ্জাবের কংগ্রেসের প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রায় ৬০ হাজার ভোটে হেরে যান। ওই বছরই ২৯ মে তাঁকে খুন করা হয়। একাংশের মতে, পরবর্তী কালে সিধুর বিপুল সম্পত্তির অধিকারী হতে পারেন তাঁর ভাই।
উল্লেখ্য, প্রয়াত গায়ক-রাজনীতিকের বাবা বলকৌর সিং সম্প্রতি পঞ্জাব সরকারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, দ্বিতীয় সন্তান জন্মের পর তাঁর পরিবারকে হেনস্থা করছে পঞ্জাবের আপ সরকার। এক্স হ্যান্ডেল ও ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে বলকৌর অভিযোগ জানিয়েছেন, পঞ্জাব সরকার তাঁদের দ্বিতীয় স্তানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে।
বলকৌরের কথায়, 'কয়েক দিন আগে ঈশ্বরের আশীর্বাদে আমরা আবার শুভদীপকে নতুন রূপে ফিরে পেয়েছি। তবে সরকার সকাল থেকে আমাদের হেনস্থা করছে। বারংবার বাচ্চার কাগজপত্র দেখাতে বলা হচ্ছে। শিশুটিকে বৈধ প্রমাণ করতে বারংবার আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের একান্ত অনুরোধ আগে আমার স্ত্রীকে আগে সুস্থ হতে দিন। স্ত্রী সুস্থ হলে আমি সব প্রশ্নের উত্তর দেব, যেখানে ডাকা সেখানেই যাব। সব আইনি কাগজপত্রও দেখাব।'