নবনির্মিত রাম মন্দিরে ডাকাতি। জানা গিয়েছে, দুষ্কৃতিরা মধ্যরাতে রাম মন্দিরে ঢুকে সোনা, রুপোর গয়না এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ওডিশার নয়াগড় জেলার গিরি গোবর্ধন পাহাড়ের উপর তৈরি হওয়া নতুন রাম মন্দিরে। মঙ্গলবার রাতের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।বুধবার সকালে মন্দিরে প্রবেশ করতে গিয়ে কার্যত আঁতকে ওঠেন প্রধান পুরোহিত। তিনি দেখেন রাম মন্দিরের মূল ফটকের দরজা খোলা। তালা ভেঙে সেখানে ঢোকা হয়েছে, তা আর বোঝার অপেক্ষা থাকে না। ডোনেশন বাক্স বা হুণ্ডি সম্পূর্ণ ফাঁকা।
Ayodhya Ram Mandir : ১১ দিনে বিপুল অঙ্কের ডোনেশনে অযোধ্যার রাম মন্দিরে
সূত্র মারফত জানা গিয়েছে, দুষ্কৃতীরা মূল ফটকের তালা ভেঙে নবনির্মিত রাম মন্দিরে ঢুকে পড়ে। ডোনেশন বাক্স থেকে সোনা, রুপোর গয়না হাতিয়ে নেয়। নগদ এক লাখ টাকাও লুট করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই মন্দির কমিটির পক্ষ থেকে ফতেগড় থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তবে এই ডাকাতি নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলনি রাম মন্দির কর্তৃপক্ষ কিংবা পুলিশ আধিকারিকরা।
অযোধ্যায় যেদিন রাম মন্দিরের উদ্বোধন হয়, সেই ২২ জানুয়ারিই ওডিশার ফতেহপুরে এই নতুন মন্দিরটির দ্বারোদঘাটন হয়। ১০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। গ্রামবাসী, শুভানুধ্যায়ী এবং ভক্তরা প্রচুর পরিমাণ অনুদানও দিয়েছিল এই রাম মন্দিরে। গিরি গোবর্ধন পাহাড়ের মাথায় ৭৩ ফুট উঁচু এই রাম মন্দিরটিতে উদ্বোধনের পর থেকেই নিয়মিত পুজো হয়। বউলোমালা পাথর দিয়ে সমুদ্রপৃষ্ঠের ১৮০০ ফিট উচ্চতায় এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। আচমকাই সেখানে ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন ভক্তরা।
২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্য়ার বহু প্রতিক্ষীত রাম মন্দিরের। ২৩ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা। আর তারপর থেকে লাখ লাখ ভক্ত সমাগম হয়েছে এই মন্দিরে। প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন লাখ ভক্ত ভিড় জমাচ্ছেন সেখানে। বড় অঙ্কের প্রণামিও জমা পড়ছে ফি-দিন। শুধু রাম মন্দির উদ্বোধনের পরেই নয়, উদ্বোধনের আগেই থেকেই ভক্তরা রামের নামে অনুদান দিয়েছেন। দেশ-বিদেশ থেকে এসেছে বিরাট পরিমাণ অর্থ। টেম্পল ট্রাস্ট অফিস ইনচার্জ প্রকাশ গুপ্ত জানিয়েছেন, এক মাসে গড়ে অনুদান ও প্রণামীর অঙ্ক পৌঁছেছে প্রায় চার কোটিতে। রাম নবমীর পর্যন্ত এই অঙ্ক আরও বাড়বে বলেই আশা। তবে ওডিশার রাম মন্দিরে ডাকাতির ঘটনায় ভক্তরা রামলালার মন্দির নিয়ে উদ্বিগ্ন।