• Election Date 2024: ননস্টপ কভারেজে নো চিন্তা! এবার সাংবাদিকদের বিশেষ ভোটদানের সুুযোগ, জানুন নিয়ম
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • কয়েক দিন আগেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট ১৯ এপ্রিল। শেষ ধাপের ভোট ১ জুন। ফল ঘোষমা ৪ জুন। নির্বাচনকে মাথা রেখে বিশেষ প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিনগুলো চূড়ান্ত ব্য়স্ততার মধ্যে কাটে সাংবাদিকদের। সকাল থেকেই কখনও ক্য়ামেরা হাতে ছুটোছুটি তো কখনও ননস্টপ কভারেজ। এসবের মাঝে নিজের বুথে গিয়ে ভোটই দেওয়া হয় না অনেক সাংবাদিকেরই। এবার তাই সাংবাদিকদের কথা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্বাচনের দিনগুলিতে কভারেজে ব্য়স্ত সাংবাদিকরাও এবার ভোট দিতে পারবেন। সাংবাদিকদের জন্য পোস্টাল ব্য়ালটের মাধ্যমে ভোট দেওয়ার সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যেসব সাংবাদিক ভোটের দিন সকাল থেকেই কাজে ব্যস্ত থাকবেন কভারেজের জন্য তাঁরা পোস্টাল ব্যালটের মাধ্যমে বিকল্প পথে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।কারা কারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন?

    সাংবাদিক, মেট্রো, রেলওয়ে এবং স্বাস্থ্য পরিষেবার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলির সঙ্গে যুক্ত কর্মীরাও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাঁদের ভোটাধিকার প্রয়োগে বিশেষ ব্য়বস্থা নিয়েছে কমিশন।

    লোকসভা ও চার রাজ্যের বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবহার করে সাংবাদিক ও অন্যান্য কর্মীরা ভোট দিতে পারেন। 'অত্যাবশনক পরিষেবায় নিযুক্ত' কর্মীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বদ্ধপরিকর কমিশন। কেউ যাতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন সেই দিকটি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য়ে মুখ্য নির্বাচনী আধিকারিকদের।

    পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন

    ভোটের দিন 'কভারেজ'-এ নিযুক্ত সাংবাদিকরা এবং প্রয়োজনীয় পরিষেবার সঙ্গে জড়িত ব্য়ক্তিরা বিধানসভা নির্বাচনের সময় পোস্টাল ব্যালট ব্যবহার করে ভোট দিতে পারবেন। পাশাপাশি লোকসভা নির্বাচনেও পোস্টাল ব্য়ালটের মাধ্যমেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন তাঁরা। একটি সুবিধা যা লোকসভা নির্বাচন পর্যন্ত বাড়ানো হয়েছে। পোস্টাল ব্যালট ব্যবহারের জন্য চিহ্নিত বিভিন্ন বিভাগগুলির মধ্যে সেই সমস্ত সাংবাদিকদের অন্তর্ভুক্ত রয়েছে যাঁদের ভোটদান দিবসের কভারেজের দায়িত্ব পড়েছে এবং ভোটাধিকার প্রয়োগ করার জন্য কমিশনের অনুমোদনের জন্য চিঠি পাঠিয়েছেন।

    সাংবাদিকদের নিয়ে ইসিআইয়ের বড় সিদ্ধান্ত

    নির্বাচন কমিশনের একজন মুখপাত্র বলেছেন যে দিল্লির মিডিয়া ব্যক্তিরা যারা ভোটের দিনে 'কভারেজ' করার জন্য কমিশন কর্তৃক অনুমোদিত তাঁরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোট দিতে এবং ভোটদানে অংশ নিতে পারেন। ইসির মুখপাত্র জানিয়েছেন, এই ধরনের সাংবাদিক ও কর্মীরা তাঁদের সংসদীয় নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ফর্ম ১২D তুলতে পারেন যেখানে তাঁরা ভোটার হিসাবে নিবন্ধিত হবেন। এছাড়াও তাঁরা সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী কর্মকর্তার ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করতে পারবেন।
  • Link to this news (এই সময়)