• তৃণমূলের প্রচারে নয়া চমক! অনুব্রত গড়ে বাজবে থিম সং, শুটিং-এ হাজির শতাব্দী
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • আসন্ন লোকসভা নির্বাচনে প্রচার কৌশলেও নতুনত্ব আনছে প্রত্যেকটি রাজনৈতিক দল। মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে নেওয়া হচ্ছে নানা কৌশল। নিজের কেন্দ্রের জোরদার প্রচারের জন্য এবার পৃথক গানের ভিডিয়ো তৈরি করছেন বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।লোকসভা ভোটকে সামনে রেখে দলের থিম গানের জন্য ফটো ও ভিডিয়ো শুট করলেন তৃণমূলের বীরভূম লোকসভার প্রার্থী শতাব্দী রায়। বুধবার সকালে সিউড়ির তসরকাটা জঙ্গলে ওই ভিডিয়ো শুট করেন তিনি। তা দেখতেই ভিড় জমান সাধারণ মানুষ। এই ভিডিয়োর মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের বার্তা তুলে ধরা হবে।

    লোকসভা ভোটের দিন ঘোষণা হয়েছে। ইতিমধ্যেই প্রচারে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা৷ নির্বাচনকে সামনে রেখে সেই ভোটের প্রস্তুতি তৃণমূলের থিম সং এর শুটিং করলেন তিনি। সেখানে শতাব্দী রায়ের পাশাপাশি তৃণমূলের মহিলা সংগঠনের একাধিক নেতানেত্রী ছিলেন। তবে কেবল সিউড়ির তসরকাটা এলাকা নয়৷ এদিন বেলার দিকে ডিএসএ মাঠ চত্বর, তিলপাড়া এলাকায়ও একই শুটিং এর পরিকল্পনা রয়েছে। তবে বৃষ্টির জন্য শুটিং কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়।

    'ওটা তৃণমূলের সিলেবাস' গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে মন্তব্য শতাব্দী রায়ের

    রাজনীতির ময়দানে নামার আগে দীর্ঘদিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন শতাব্দী রায়। সিনেমার জগতে থাকার জন্য বহু গান, নাচের ভিডিয়োতে অংশগ্রহণের বিষয় তাঁর কাছে জলভাত। এদিনও একই চিত্র দেখা গেল শুটিংয়ে। নিজের অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে সাবলীলভাবে অংশগ্রহণ করলেন দলের প্রচার ভিডিয়োর শুটিংয়ে।

    উল্লেখ্য, বীরভূম লোকসভা কেন্দ্র থেকে এই নিয়ে চতুর্থবারের জন্য ভোটে দাঁড়াচ্ছেন শতাব্দী রায়। ২০০৯ সালে এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে ছিলেন তিনি। পরপর তিনবার এই কেন্দ্র থেকে জয় ছিনিয়ে এনেছেন শতাব্দী। এখনও পর্যন্ত যদিও এই কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। গতবারের নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রায় এক লাখের কাছাকছি ব্যাবধানে জিতে এসেছিলেন তিনি। এবারেও লড়াইটা যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    বীরভূম জেলার তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে গোরু পাচার কাণ্ডের অভিযোগের ভিত্তিতে তিহাড় জেলে রয়েছেন। সাংগঠনিক কাঠামো ধরে রাখতে অনুব্রত মণ্ডলের বড় ভূমিকা ছিল এই কেন্দ্রে। এবার তাঁর অনুপস্থিতিতে পুরো ভোট প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্বের তরফে। স্বাভাবিকভাবেই, এবারের লড়াইটা আরও গুরুত্বপূর্ণ বলে মনে করছে জেলা নেতৃত্ব।
  • Link to this news (এই সময়)