বহরমপুর-মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থী কারা? হাইকমান্ডের আগেই নাম ফাঁস অধীরের
এই সময় | ২০ মার্চ ২০২৪
আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের প্রার্থী তালিকা এখনও ঘোষণা করা হয়নি। তবে, রাজ্যের বেশ কয়েকটি আসনের প্রার্থীদের নাম সংবাদ মাধ্যমে জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর কেন্দ্র থেকে তিনি নিজেই লড়বেন বলে দাবি অধীরের। দু-একদিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে কংগ্রেস হাইকমান্ডের তরফে।অধীর জানান, জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে লড়ছেন মর্তুজা হোসেন ওরফে বকুল। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের আগে বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি বহরমপুর লোকসভা কেন্দ্রে তিনি নিজেই লড়ছেন বলে জানালেন। বাম কংগ্রেস আসন সমঝোতায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়ছে সিপিএম। এই কেন্দ্রে কংগ্রেসের তরফে কোনও প্রার্থী দেওয়া হবে না। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লড়ছেন বলেই সিপিএম সূত্রে জানা গিয়েছে।
এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি হয়েছে গিয়েছে। প্রার্থীরাও সব জানেন। দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। জঙ্গিপুর আসনে লড়ছেন বকুল। বকুল কংগ্রেস সরকারের সেচমন্ত্রী আবদুর সাত্তারের ছেলে। বহরমপুরে তৃণমূল কংগ্রেসের চমকপ্রদ প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের বিরুদ্ধে তিনিই লড়ছেন।
অধীর চৌধুরী আরও জানান, আলিপুরদুর আসন আমরা চেয়েছিলাম। কিন্তু ওখানে আরএসিপির একজন নিজেই দাঁড়ায়েছেন। আরএসপি ফরোয়ার্ড ব্লক সিপিএমের কথা শোনে না এটা স্পষ্ট। তবে অধীর চৌধুরীর দাবি, সব আসনে প্রার্থী ঠিক হয়ে গিয়েছে। এআইসিসি তালিকা দু’একদিনেই ঘোষণা করবে। আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে বলে বামফ্রন্টের তরফে আগেই জানানো হয়েছিল। আলিপুরদুয়ার আসনটি বামেদের কাছে চেয়েছিল কংগ্রেস। তবে, বামেদের জোট শরিক আরএসপি ওই কেন্দ্রে প্রার্থী দেওয়ার সেটা কংগ্রেসকে ছাড়ছে না বামেরা। এর পাশাপাশি, উত্তরবঙ্গে দার্জিলিং আসনেও লড়তে চলেছে কংগ্রেস। এখনও পর্যন্ত রাজ্যের ১২টি আসনের প্রার্থী কংগ্রেস চূড়ান্ত করে ফেলেছে বলে কংগ্রেস হাইকমান্ড সূত্রে খবর।
রাজ্যে ইতিমধ্যেই ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনের মধ্যে ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রথম ধাপে ১৬টি আসনে বামেরাও প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তবে, কংগ্রেসের তরফে এখনও কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি। কিছুদিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা হবে বলেই আশা প্রকাশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী।