• সান্দাকফুতে 'অকাল তুষারপাত', বরফে মোড়া চারিপাশ, পোয়া বারো পর্যটকদের
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • চারিপাশে সাদা পুরু আস্তরণ, কয়েক ইঞ্চি বরফে ঢাকল সান্দাকফু। সকাল থেকেই সান্দাকফুতে তুষারপাতের জেরে কিছু এলাকায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আকাশ ছিল মেঘলা। রাত থেকেই শুরু হয় বৃষ্টিপাত।সেই সঙ্গে দার্জিলিঙের সান্দাকফুতে রাত থেকে শুরু হয়েছে তুষারপাত। তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। সকালের দিকে দেখা যায়, সমস্ত সান্দাকফুই সাদা বরফের চাদরে মোড়া। স্বাভাবিকভাবেই সেখানে ঘুরতে যাওয়া পর্যটকেরা অত্যন্ত খুশি। তবে কিছু জায়গায় রাস্তার উপর কয়েক ইঞ্চি বরফ জমে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

    এদিকে পাহাড়ে যখন তুষারপাত হচ্ছে তখন সমতলে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। শিলিগুড়িতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাপমাত্রা কিছুটা কমছে। বুধবার দিনভর বৃষ্টি হতে পারে বলে খবর। এদিকে পাহাড়ে যখন তুষারপাত হচ্ছে তখন সমতলে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। শিলিগুড়িতে সকাল থেকেই হচ্ছে বৃষ্টিপাত। এদিকে একলাফে অনেকটাই কমেছে তাপমাত্রা। বুধবার দিনভর বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

    দার্জিলিং শহরেও মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে সান্দাকফুতে তুষারপাতে স্বাভাবিকভাবেই পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস। বছরভর সেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বরফপাতের দৃশ্য চাক্ষুষ করার সুযোগ সকলের হয় না। তুষারপাতের দৃশ্য দেখার পর অনেকেই হোটেল থেকে বার হয়ে আনন্দ নিচ্ছেন।

    হোটেল ব্যবসায়ীরা মার্চে তুষারপাতের কথা ভাবতেই পারছেন না। গত কয়েক বছরে এই দৃশ্য তাঁরা দেখেছেন বলে খুব একটা মনে করছে পারছেন না। এর হোটেল ব্যবসায়ীর কথায়, 'মার্চে তুষারপাত হবে ভাবাই যায় না। এই বছর বেশ কয়েকবার সান্দাকফুতে তুষারপাত হয়েছে। তবে গতকাল বিকাল থেকে মেঘলা আকাশ ও তাপমাত্রা কমতেই তুষারপাত হবে বলে অনুমান করা গিয়েছিল।’

    তাঁর আরও সংযোজন, ‘এই সময় যে পর্যটকরা আসেন সাধারণত তাঁরা তুষারপাত প্রত্যক্ষ করতে পারেন না। কিন্তু, এবারে আবহাওয়ার মতিগতি একেবারে আলাদা। চারিদিক বরফে ঢেকে গিয়েছে। যা অন্যান্য কোনও বছর ঘটে না। স্বাভাবিকভাবেই পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।’

    আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। সঙ্গে শিলিগুড়িতে বুধবার দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানা গিয়েছে এমনটাই।
  • Link to this news (এই সময়)