এর পরে অভিষেক এবং রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে কলকাতায় আসেন ইডি গোয়েন্দারা। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, তৃণমূলের ‘সেনাপতি’র বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অভিষেকের সেই রক্ষাকবচ বহাল রাখে শীর্ষ আদালত। তাঁর চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রাতেও কোনও বাধা দেয়নি আদালত।