• IT Raid: মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, সকাল থেকে চলছে তল্লাশি, কী কারণে?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মার্চ ২০২৪
  • Swarup Biswas IT Raids:

    রাজ্যের বিদ্যুৎ এবং ক্রীড়া-যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তৃণমূলের বেশ প্রভাবশালী নেতা। দাদা অরূপ টালিগঞ্জের বিধায়ক। টলিপাড়ায় স্বরূপের যথেষ্ট প্রভাব রয়েছে। টেকনিশিয়ানদের সংগঠনের হোতা স্বরূপ। তাঁর স্ত্রী জুঁই বিশ্বাস কলকাতা পুরসভার কাউন্সিলর।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)