• Water crisis: কলে জল নেই, তীব্র জলসংকট, নাজেহাল বাসিন্দারা! বিশেষজ্ঞদের মতে, কারণটা ভয়াবহ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মার্চ ২০২৪
  • Water crisis in Bengaluru and neighbouring areas:

    এই ব্যাপারে আইআইটি গান্ধীনগরের বিক্রম সারাভাই চেয়ারের অধ্যাপক মিশ্র বলেন, ‘দক্ষিণ ভারতে জলধারণের ব্যবস্থাটা একটু অন্যরকম। এই অঞ্চল খুবই পাথুরে। এখানকার জলাধারগুলোয় তাই খুব বেশি জল ধরে না। সেগুলো দ্রুত খালি হয়ে যায়। আবার নতুন করে জল ভরার দরকার হয়। এর অর্থ হল, দীর্ঘদিন বৃষ্টি না-হলে, দক্ষিণ ভারতে ভূগর্ভস্থ জলের পরিমাণও কমতে শুরু করে। তুলনায় উত্তর ভারতের জলাধারগুলোর জল ধরে রাখার ক্ষমতা অনেক বেশি। এই কারণেই বিহার এবং উত্তরপ্রদেশ, যেখানে গত বছর কর্ণাটকের চেয়েও কম বৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু একইরকম জলসংকট দেখা যায়নি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)