Jio AirFiber: IPL-এর ঠিক আগেই মিলবে রকেট গতিতে ইন্টারনেট, Jio AirFiber-এ ৬০ দিনের জন্য বিরাট অফার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মার্চ ২০২৪
আপনি যদি ঘরে বসে ইন্টারনেট পরিষেবা এবং বিনোদনের জন্য ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার চিন্তা-ভাবনা করে থাকেন তাহলে Jio AirFiber আপনার জন্য নিয়ে এসেছে দারুণ সব অফার। Jio AirFiber-এর সবচেয়ে সস্তা প্ল্যানটির দাম মাত্র 599 টাকা। শুধু তাই নয়, জিও তার সকল শ্রেণির ইউজারদের কথা মাথায় রেখে তার বিভিন্ন প্ল্যান অফার করে। Jio AirFiber-এর জন্য তিনটি প্ল্যান আনা হয়েছে।
Jio AirFiber ব্যবহারকারীরা বিনামূল্যে তিনগুণ বেশি ইন্টারনেট স্পিড পাবেন। জিও এয়ারফাইবার প্লাস সমস্ত জিও এয়ারফাইবার ব্যবহারকারীদের তিনগুণ বেশি ইন্টারনেট স্পিড অফার করবে। এই অফারটি ১৬ মার্চ থেকে ৬০ দিনের জন্য বৈধ ।