Election Counting: বদলে গেল ভোটগণনার তারিখ! নতুন তারিখ কত হল, জেনে নিন
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মার্চ ২০২৪
House terms and poll schedules are decided:
সংবিধান অনুযায়ী, রাজ্য বিধানসভা এবং লোকসভা- উভয়ের মেয়াদ সভার প্রথম অধিবেশন থেকে পাঁচ বছর স্থায়ী হওয়ার কথা। অনুচ্ছেদ ১৭২(১) অনুযায়ী, বিধানসভাগুলো যতক্ষণ না ভেঙে দেওয়া হচ্ছে, ততক্ষণ সভার কাজ নির্ধারিত তারিখ থেকে পাঁচ বছর ধরে চলবে। পাঁচ বছরের মেয়াদ শেষে সভা এমনিই ভেঙে দেওয়া হবে বা বাতিল হয়ে যাবে। এরপর নতুন সদস্যরা শপথ নিয়ে নতুন সভা গঠন করবেন।