CAA: আশা-ভরসা চুরমার, সিএএ-তে জীবন আরও জটিল! হায়-হায় করছেন অসমের বরাকের হিন্দু বাঙালিরা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মার্চ ২০২৪
Assam’s Barak Valley Bengali Hindus On CAA:
এখন কী করবেন শরণার্থী পরিবারের সন্তান অজিত দাস? তাঁর কথায়, ‘অপেক্ষা করা ছাড়া গতি নেই। পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত সে সম্পর্কে আমি খুব স্পষ্ট নই। ভালো কথা এখানে আমি একা নই, একই নৌকায় লাখ লাখ মানুষ সওয়ার। আমরা সিএএ-এর অধীনে আবেদন করার জন্য অপেক্ষা করব। এই প্রক্রিয়ায় আমার খুব কম আস্থা রয়েছে।’