• ‌ আমেরিকায় পড়তে গিয়ে অপহৃত ভারতীয় পড়ুয়া, মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে এল ফোন...
    আজকাল | ২০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতীয় পড়ুয়াকে অপহরণ করা হল আমেরিকায়। হায়দরাবাদের বাসিন্দা আবদুল মহম্মদ (‌২৫)‌ গত বছরের মে মাসে ওহিওর একটি বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি নিয়ে পড়তে যান। পরিবারের দাবি, গত ৭ মার্চের পর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না তাঁর সঙ্গে। পড়ুয়ার বাবা মহম্মদ সালাম গত সপ্তাহে হুমকি ফোন পান। ফোনটি করা হয়েছিল ওহিওর ক্লেভল্যান্ড থেকে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ক্লেভল্যান্ডের ড্রাগ মাফিরারা অপহরণ করেছে ওই পড়ুয়াকে। এরপরই বলা হয় ভারতীয় মুদ্রায় এক লক্ষ টাকা মুক্তিপণ না পেলে আবদুলের একটি কিডনি বিক্রি করে দেওয়া হবে। এরপরই পড়ুয়ার পরিবারের সদস্যরা মার্কিন মুলুকে থাকা তাঁদের আত্মীয়দের গোটা বিষয়টি জানান। এরপরই মার্কিন মুলুকে নিখোঁজ ডায়রি করা হয়। পুলিশ জানিয়েছে, শেষবার ওই পড়ুয়াকে সাদা টি শার্ট, লাল জ্যাকেট ও নীল জিন্স পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। শিকাগোতে অবস্থিত ভারতীয় দূতাবাসেও পড়ুয়ার নিখোঁজের বিষয়টি জানিয়েছে তাঁর পরিবার। 
  • Link to this news (আজকাল)