• সাইবেরিয়ায় সোনার খনিতে ধস, ৪১০ ফুট গভীরে আটকে ১৩ শ্রমিক
    আজকাল | ২০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার সাইবেরিয়াতে সোনার খনিতে ভূমিধসে আটকে পড়েছেন অন্তত ১৩ শ্রমিক। মঙ্গলবার ধসের কারণে মাটির ৪১০ ফুট গভীরে আটকা পড়েন তাঁরা। সাইবেরিয়ার আমুর অঞ্চলের জেইস্ক জেলায় ওই দুর্ঘটনাটি ঘটেছে। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, আটকা পড়া শ্রমিকরা অক্ষত রয়েছেন। তাঁদেরকে উদ্ধারের প্রস্তুতি চলছে। রাশিয়ার সরকার আটকা পড়া শ্রমিকের সংখ্যা ১৩ বললেও স্থানীয় প্রশাসন বলছে এই সংখ্যা ১৫ হতে পারে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা সংশ্লিষ্ট মন্ত্রণালয় মঙ্গলবার এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার করা হয়েছে। পাইওনিয়ার নামের ওই খনিটি রাশিয়ার বৃহত্তম সোনার খনিগুলোর একটি। তবে ঠিক কীভাবে খনিটি ধসে পড়ল তা এখনও অস্পষ্ট।
  • Link to this news (আজকাল)