• আমাকে 'কিং' বলে ডাকবেন না, আইপিএলের আগে সমর্থকদের অনুরোধ কোহলির...
    আজকাল | ২০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে বিরাট কোহলি সমার্থক শব্দ। এবার আরসিবির সমর্থকদের আশ্বস্ত করলেন প্রাক্তন অধিনায়ক। জানিয়ে দিলেন, ভবিষ্যতেও এই ফ্র্যাঞ্চাইজিতেই থাকছেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, আরসিবির প্রথম আইপিএল জয়ী দলের সদস্য হবেন তিনি। বিরাট বলেন, "যেমন সবাই জানে, আরসিবির প্রথম আইপিএল জয়ী দলের সদস্য হওয়ার জন্য আমি এখানেই থাকব। আমি ফ্যান এবং ফ্র্যাঞ্চাইজির জন্য নিজের সেরাটা দিয়ে আইপিএল জেতার চেষ্টা করব। আইপিএল জেতার পর কেমন অনুভূতি হয় সেটা জানার স্বপ্ন। আশা করছি এবার সেটা পূরণ হবে।" আরসিবির পোস্ট করা একটি ভিডিওতে এমনই জানান কোহলি। আইপিএল জেতার জন্য আরসিবির মহিলা দলকে অভিনন্দন জানান বিরাট। মঙ্গলবার চিন্নস্বামীতে আরসিবি আনবক্স ইভেন্টে স্মৃতি মান্ধানা এবং তাঁর দলকে "গার্ড অফ অনার" দেন কোহলি। বিরাট বলেন, "অসাধারণ জয়। আমরা সবাই ম্যাচটা দেখছিলাম। সেই সময় ফ্যানবেসের মাহাত্ম্য বোঝা যায়। মনে হয়েছিল শহরটাই জিতেছে। ডব্লিউপিএলে আরসিবির ম্যাচে সমর্থকদের হাজিরা থেকেই সেটা স্পষ্ট।" এই ইভেন্টেই ফ্যানদের তাঁকে "কিং" না বলার অনুরোধ জানান কোহলি। কারণ তাঁর কাছে এই ট্যাগ বিব্রতকর। এই প্রসঙ্গে বিরাট বলেন, "ফিরে এসে দারুণ লাগছে। তবে আমাকে কিং বলা বন্ধ করতে হবে। আমাকে এই নামে ডাকা হলে আমি বিব্রত হয়ে যাই। তাই এবার থেকে আমাকে শুধু বিরাট বলে ডাকুন। ওই শব্দটা ব্যবহার না করার অনুরোধ জানাই।" শুক্রবার ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু কোহলিদের। 
  • Link to this news (আজকাল)