• বিজেপির টিকিট না পেলে নির্দল হয়ে লড়তে পারেন বরুণ গান্ধী...
    আজকাল | ২০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: যদি বিজেপি তাঁকে টিকিট না দেয় তবে তিনি নির্দল প্রার্থী হিসাবেই লড়বেন। জানিয়ে দিলেন বিজেপি নেতা বরুণ গান্ধী। উত্তর প্রদেশের পিলভিট আসন থেকেই তিনি লড়বেন বলে জানিয়েছেন। ২০২৯ লোকসভা নির্বাচনে বরুণ গান্ধী এই আসন থেকে তৃতীয়বারের জন্য ভোটে লড়ে জিতেছিলেন। এই আসনে কে প্রার্থী হবেন তা এখনও জানায়নি বিজেপি শিবির। বিজেপির এখনও পর্যন্ত যে আসন ঘোষণা করেছে সেখানে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লড়বেন বারানসী থেকে, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লড়বেন লখনউ থেকে এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি লড়বেন আমেঠী থেকে। জানা গিয়েছে রাজ্য স্তরের বিজেপি নেতারা বরুণ গান্ধীকে টিকিট দেওয়ার ঘোরতর বিরোধী। তবে তাঁদের কথা কতটা বিজেপির শীর্ষনেতৃত্ব শুনবে সেটাই এবার দেখার। 
  • Link to this news (আজকাল)