• বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী
    আজকাল | ২০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনায় বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা কারান্দালাজি। তিনি বলেছিলেন, এই ঘটনার সঙ্গে তামিলনাড়ুর যোগ রয়েছে। তাঁর সেই বক্তব্য ভাইরাল হয়। চারিদিকে নিন্দার ঝড় ওঠে। এরপরই নিজের এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়ে নেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি লেখেন, সকল তামিল ভাই-বোনদের জানাচ্ছি, আমার শব্দগুলি দিয়ে সকলকে আলোতে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কাউকে ছায়াতে নিয়ে যাওয়ার জন্য নয়। তারপরও আমি দেখলাম আমার কথায় অনেকে আহত হয়েছে। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। তবে এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেও দোষারোপ করেন। তিনি বলেন, স্ট্যালিনে সময়কালে তামিলনাড়ুতে কী চলছে ? শুধু হিন্দু এবং বিজেপি কর্মীদের রাজনৈতিকভাবে আক্রমণ করাই স্ট্যালিনের প্রধান কাজ। যেভাবে জঙ্গি কার্যকলাপ বাড়ছে তাতে চোখ বন্ধ করে বসে আছেন স্ট্যালিন।  প্রসঙ্গত, ১ মার্চ রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ ঘটে। আইইডি ব্যবহার করেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)