• ‌ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও স্বাস্থ্যসাথীর আওতায়...
    আজকাল | ২০ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ১৯ এপ্রিল শুরু হবে লোকসভা ভোট। বাংলায় হবে সাত দফায় নির্বাচন। যার প্রথম দফা ১৯ এপ্রিল। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ঢুকতে শুরু করেছে। এই পরিস্থিতিতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানাল, রাজ্যে ভোটে মোতায়েন হওয়া কেন্দ্রীয় বাহিনী ও অন্যান্য রাজ্যের পুলিশ বাহিনীর জওয়ানরাও এবার রাজ্য সরকারি স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। ভিন রাজ্য থেকে ভোটে শান্তি শৃঙ্খলা রক্ষায় আসা জওয়ানরা যাতে এই সুযোগ পান তা নিশ্চিত করতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এই নির্দেশিকা জারি করেছে। সমস্ত জেলার পুলিশ সুপার ও কমিশনারদের উদ্দেশে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে ভোটের ডিউটিতে এসে কোনও জওয়ান অসুস্থ হয়ে পড়লে বা আহত হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে তাদের যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। এর পাশাপশি রাজ্য সরকারের স্বাস্থ্যবীমা প্রকল্পের অধীনে থাকা বেসরকারি হাসপাতালে ওই জওয়ানরা ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। তাঁদের চিকিৎসা সংক্রান্ত এই খরচ রাজ্য সরকারই বহন করবে।
  • Link to this news (আজকাল)