• 'নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষাঙ্গ পরীক্ষা করা হোক', দাবি তথাগতর; অভিযোগ দায়ের
    আজ তক | ২০ মার্চ ২০২৪
  • নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হোক। দাবি তুললেন তিন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। নাগরিকত্ব ঠিক মানুষকে দেওয়া হচ্ছে কি না তা যাচাই করার জন্য প্রয়োজন পুরুষদের পুরুষাঙ্গ পরীক্ষা। এদিকে তথাগতর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে শোরগোল। তাঁর বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর। 

    মমতাবালা ঠাকুর অভিযোগপত্রে লিখেছেন, 'তথাগত রায় যেভাবে পুরুষাঙ্গ পরীক্ষার কথা বলেছেন তা অপমানজনক। এটা কোনওভাবেই কাঙ্খিত নয়। সভ্য সমাজের একজন মানুষ কীভাবে এসব কথা বলতে পারেন। আমরা এর নিন্দা জানাচ্ছি। তথাগত রায় যা বলেছেন, তাতে প্রত্যেকটি পুরুষ অপমানিত হয়েছেন। তাঁর বক্তব্য মানবাধিকার লঙ্ঘন করেছে।'

    যদিও তথাগত রায় তার উত্তরও দিয়েছেন। তাঁর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'মমতাবালা দেবীকে নমস্কার জানিয়ে আমার একটি বিনীত নিবেদন: আমি যে প্রস্তাব করেছি তাতে মতুয়াদের স্বার্থ কিভাবে বিঘ্নিত হচ্ছে বলুন তো? বরঞ্চ যাতে মুসলমান অনুপ্রবেশকারীরা মতুয়া সেজে এই আইনের সুবিধা না নেয় সেজন্যই এই প্রস্তাব !দয়া করে নিজে জবাব দিলে (আশপাশের ক্যাওড়াদের দিয়ে জবাব না লেখালে) কৃতার্থ হব।' 

    তথাগত রায় এর আগে লিখেছিলেন, 'ধর্ম নিয়ে সন্দেহ আছে বলে আমি পরামর্শ দিয়েছিলাম, একজন পুরুষের খৎনা করা হয়েছে কি না তা জানা দরকার। কারণ সিএএ থেকে মুসলিমরা সম্পূর্ণ বাদ। আমি যা পোস্ট করেছি সেই অবস্থানে এখনও দাঁড়িয়ে আছি। থাকবও।' 

    এদিকে তথাগত রায়ের এই মন্তব্যের বিরোধিতায় মঙ্গলবার তাঁর বাড়ি ঘেরাও করে একটি সংগঠন। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ লেক গার্ডেন্সে তাঁর বাড়ি ঘেরাও করা হয়। যদিও তথাগত রায় তাতে বিচলিত হননি। এই নিয়ে ট্যুইটও করেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূলের কয়েকজন তাঁর বাড়ি ঘেরাও করার চেষ্টা করেছিল। তবে পারেনি। 
     
  • Link to this news (আজ তক)