• সুখী-তালিকায় কত নম্বরে ভারত' কোন দেশের তরুণ ব্রিগেড সবচেয়ে আনন্দোচ্ছল'
    ২৪ ঘন্টা | ২০ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রিপোর্ট ঘাঁটলে দেখতে পাওয়া যাবে, তরুণ প্রজন্ম বয়স্ক মানুষদের থেকে বেশি অবসাদগ্রস্ত। ফিনল্য়ান্ড বিশ্বের সবথেকে সুখীতম দেশ হিসেবে জায়গা করে নিলেও, লিথুয়ানিয়া, ইজ়রায়েল, সার্বিয়া, আইল্যান্ড, ডেনমার্ক, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, রোমানিয়া, নেদারল্যান্ড এবং চেকিয়া রয়েছে প্রথম ১০ দেশ হিসেবে যেখানে তরুণ প্রজন্ম সবথেকে খুশি। তবে আশ্চর্য ভাবে আমেরিকা বিশ্বের সুখীতম দেশ হিসেবে প্রথম ২০-তে জায়গা করে নিতে পারেনি তার কারণ সেখানকার তরুণ প্রজন্ম সুখী নয়।

    গবেষকরা ৩০ বছরের কম বয়সী আমেরিকানদের সুখের হ্রাসের উপর জোর দিয়েছেন। এটি ব্যাখ্যা করতে সাহায্য করে যে কেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো শীর্ষে ২০ টি সুখী দেশ থেকে বাদ পড়েছে। শেষ বারের ১৫ তম স্থানের বদলে ২৩ তম স্থানে চলে গেছে৷
  • Link to this news (২৪ ঘন্টা)