টেকনিক্যাল সমস্যা! বোঝার আগেই ব্যাংক থেকে উধাও ৪১ কোটি টাকা
২৪ ঘন্টা | ২০ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইথিওপিয়ার বৃহত্তম ব্যাংক হল কমার্শিয়াল ব্যাংক অফ ইথিওপিয়া। এখানেই ঘটেছে নতুন কান্ড। একটি প্রযুক্তিগত ত্রুটি গ্রাহকদের সামনে এনে দিয়েছে বিশাল সুযোগ। এই সমস্যার কারণে তাদের অ্যাকাউন্টের থাকা টাকার মোট পরমানের তুলনায় বেশি টাকা তোলার সুযোগ পেয়েছে তাঁরা।এই ঘটনায় এখন একটি বড় আর্থিক মাথাব্যথার সম্মুখীন হয়েছে ব্যাংক। জানা গিয়েছে যে ব্যাংক এখন প্রায় ৪০ মিলিয়ন ডলার পুনরুদ্ধারের চেষ্টা করছে।
স্থানীয় মিডিয়া রিপোর্টগুলি থেকে জানা গিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথম এই ত্রুটিকে কাজে লাগিয়েছিল। তারাই সোশ্যাল মিডিয়ায় এই ত্রুটির খবর ছড়িয়ে দিয়েছিল এবং এরপরেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তুলে নেয়।ঠিক কত টাকা তোলা হয়েছে তা এখনও জানানো হয়নি। যদিও এই সমস্যা চলাকালীন অর্ধ মিলিয়ন ডলার লেনদেনের খবর নিশ্চিত করেছে ব্যাংক।একটি স্থানীয় সংবাদপত্রের সূত্রে জানা গিয়েছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪২ মিলিয়ন ডলার।ইথিওপিয়ার কর্মকর্তারা সাইবার হামলার কথা অস্বীকার করেছেন। ঘটনাটিকে একটি রুটিন সিস্টেম আপডেটের ভুল বলে দায়ী করেছেন তাঁরা। সমস্যাটি সংশোধন করার সময় ব্যাংকিং সিস্টেম কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল। এই সময়কালে গ্রাহকরা সাময়িকভাবে নগদ তুলতে পারেনি।ক্যাম্পাসের এটিএমগুলিতে দীর্ঘ লাইন তৈরি হয় এই সময়ে। পশ্চিম ইথিওপিয়ার একজন ছাত্র জানিয়েছে যে পুলিস অফিসাররা তাদের থামাতে ক্যাম্পাসে না আসা পর্যন্ত তারা যতটা সম্ভব টাকা তুলে নিয়েছে।জিম্মা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়া এই ছাত্র আরও বলেছিলেন যে তিনি ‘এটি সত্য বলে বিশ্বাস করেননি’ যখন তার বন্ধুরা তাঁকে স্থানীয় সময় রাত ১টা নাগাদ বলেছিল যে এটিএম থেকে প্রচুর পরিমাণে টাকা তোলা সম্ভব, অথবা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে টাকা ট্রান্সফার করা সম্ভব।দক্ষিণ ইথিওপিয়ার ডিলা ইউনিভার্সিটির অন্য একজন ছাত্র বলেছেন যে তার কয়েকজন সহকর্মী স্থানীয় সময় মধ্যরাত থেকে রাত ২টোর মধ্যে CBE থেকে টাকা তুলেছে।সমস্যাটি সমাধানের জন্য ইথিওপিয়ার ব্যাংকিং ব্যবস্থা বেশ কয়েক ঘন্টা স্থায়ী এবং অস্থায়ী ভাবে বন্ধ রাখা হয়েছিল। এর ফলে গ্রাহকরা নগদ তুলতে পারেননি।বাণিজ্যিক ব্যাংক অফ ইথিওপিয়া, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত, দেশের বৃহত্তম ব্যাংক। এই ব্যাংক দেশের ৪০ মিলিয়ন গ্রাহককে পরিষেবা দেয় বলে জানা গিয়েছে।