চালু হতে-না-হতেই সমালোচনার ঝড়ের মুখে জোম্যাটোর 'খাঁটি নিরামিষ' ব্যবস্থা...
২৪ ঘন্টা | ২০ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম 'জোম্যাটো' (Zomato), ১৯ মার্চ থেকে একটি 'নিরামিষ' ডেলিভারি সিস্টেম চালু করেছে যা মাংস, মাছ বা ডিম জাতীয় খাবার পরিবেশন করে না এমন রেস্তোরাঁ থেকে অর্ডার সরবরাহ করবে। সিস্টেমের কর্মীদের প্রচারমূলক ছবিতে সবুজ ইউনিফর্ম পরা এবং তাঁদের বাইকে সবুজ বাক্স সহ দেখানো হয়েছে। তাঁদের এই সিদ্ধান্তের প্রধান কারণ, যে সকল রেস্তোরাঁ থেকে নিরামিষ খাবার আসে সেই গুলি পুরোপুরি ভেজ খাবার সরবরাহ করে না, এবং যাঁরা এই খাবার সরবরাহ করে, তাঁরা ওই ভেজ খাবারের পাশাপাশি আমিষ খাবারও দেয়। এই সমস্যা মেটাতেই এই সিদ্ধান্ত।