'শেখ শাহাজাহানকে গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিস'!
২৪ ঘন্টা | ২০ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের প্রচারে বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'সন্দেশখালি নিয়ে অনেক রাজনীতি করেছে বিরোধীরা। তৃণমূলের পাশে মানুষ আছে, প্রমাণ আজকের সভা'।তখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। ব্রিগেডে সভা থেকে রাজ্যের ৪২ আসনেই তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেন অভিষেক। বিদায়ী সাংসদ নুসরত জাহান নন, বসিরহাট কেন্দ্রে থেকে এবার জোড়াফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাজি নরুল ইসলাম। একসময়ে বসিরহাটেরই তৃণমূল সাংসদ ছিলেন তিনি।
এদিন বসিরহাটে নির্বাচনী জনসভায় সন্দেশখালির প্রসঙ্গ তুলে বিরোধীদের নিশানা করেন অভিষেক। বলেন, 'আমি আপনাদের একটা কথা বলব, তৃণমূলের যেকোনও স্তরের, যেকোনও পঞ্জায়েত প্রতিনিধিরা, যদি কারও সঙ্গে দুর্ব্য়বহার করে, বা ভেবে নেয় আমি পঞ্জায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব। কোনওরকম অভাব-অভিযোগ যদি পাই, রেয়াত করি না। শেখ শাহাজাহানকে সিবিআই-ইডি গ্রেফতার করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিস গ্রেফতার করেছে'। সবিস্তারে আসছে...