• জমিতে আপনমনে কাজ করছিলেন বৃদ্ধ, শুঁড়ে তুলে আছাড় দিল দাঁতাল!
    ২৪ ঘন্টা | ২০ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার হাতির হামলায় মৃত্যু মানুষের। এবার জমিতে কাজ করতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের লুকসানের কালীখোলা বস্তির ঘটনা। এদিকে গতকালই হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুর খবর এসেছিল। মালবাজার মহকুমার ধুপঝোরা এলাকার ঘটনা ছিল সেটি। ঘন অন্ধকার থাকায় হাতিটিকে দেখতে পাননি ওই ব্যক্তি। হঠাৎই সামনে তাকিয়ে দেখেন কালো পাহাড়ের মতো দাঁড়িয়ে বুনোটি! 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জমিতে কাজ করছিলেন ৭০ বছরের মণিকুমার সুব্বা। সেইসময় একটি দাঁতাল তাঁর ওপর হামলা চালায়। ডায়নার জঙ্গল থেকে হাতিটি এই এলাকায় এসেছিল। সেই সময় জমিতে কাজ করতে ব্যস্ত ওই বৃদ্ধকে  শুঁড়ে তুলে আছাড় দেয় হাতিটি। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে নাগরাকাটা সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে গত দু’দিনে ডুয়ার্সে হাতির হামলায় দু’জনের মৃত্যু হল। বন দফতরের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস মিলেছে।সোমবার রাতে হাতির হানায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। মৃতের নাম শিবদয়াল ওরাওঁ (৫০)। বাড়ি দক্ষিণ ধুপঝোরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, রাতে ওই ব্যাক্তি শৌচকর্ম করতে বেরোন। ওই সময় গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে চলে আসে গ্রামসীমানায়। অন্ধকার থাকায় শিবদয়াল হাতিটিকে দেখতে পাননি। তিনি হাতির সামনে পড়ে যান। হাতির আক্রমণে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে। লোকজনের চিৎকারে হাতিটি জঙ্গলে ফিরে যায়। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। পরে খবর পেয়ে এলাকায় পৌঁছছিলেন খুনিয়া স্কোয়াডের বনকর্মী ও মেটেলি থানার পুলিসকর্মীরা। পুলিস দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।কিছুদিন আগেই মালবাজার মহকুমার লাটাগুড়িতে জাতীয় সড়কে এসে দাঁড়িয়ে পড়েছিল হাতি। জঙ্গল-সংলগ্ন মহাকাল মন্দিরের কাছে জাতীয় সড়কে এক বিশাল হাতি জঙ্গল থেকে বেরিয়ে অন্য জঙ্গলে যাচ্ছিল। সেই সময়ে হাতিটি দাঁড়িয়ে পড়ে। জাতীয় সড়কের মাঝখানে হাতি দাঁড়িয়ে থাকায় রাস্তার দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। প্রায় এক থেকে দেড় ঘণ্টা জাতীয় সড়কে দাঁড়িয়েছিল হাতিটি। রাস্তায় মাঝে-মধ্যেই হাতির দেখা মেলে। এটা চেনা ছবি। তবে এই ভাবে এতক্ষণ এর আগে কখনও রাস্তায় দাঁড়িয়ে থাকেনি কোনও হাতি। সেদিন বুনো হাতি এতক্ষণ সড়কে দাঁড়িয়ে থাকার ফলে নাজেহাল হন পথচলতি মানুষজন। সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্কও তৈরি হয়। থেমে যায় গাড়ি। তৈরি হয় যানজট। অবশেষে ঘটনা স্থলে আসেন বনকর্মীরা। হাতিটি জঙ্গলে ফিরে যায়।এর কিছুদিন আগে হাতি সটান এসে হাজির হয়েছিল রিসর্টে! জলপাইগুড়ি গরুমারা-সংলগ্ন লাটাগুড়ি এলাকার এক বেসরকারি রিসর্টে এভাবে হাতির অনুপ্রবেশে সেবার তৈরি হয়েছিল ঘোর চাঞ্চল্য। আনন্দের পরিবেশও তৈরি হয়েছিল অবশ্য। রিসর্ট কর্তৃপক্ষ তো বটেই, পাশাপাশি ওই রিসর্টে আসা পর্যটকদের কানে হাতি আসার খবর পৌঁছতেই তাঁরা আনন্দিত হন। রিসর্টের ভেতরে থেকেই হাতির দর্শন পেয়ে যান তাঁরা। 
  • Link to this news (২৪ ঘন্টা)