• Varun Gandhi: শিকে না ছিড়লে অন্য রুট! টিকিট না পেলে বিজেপির 'গান্ধী' বরুণের লড়াই নির্দলেই?
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • এখনও জারি রয়েছে চেষ্টা। তবে শেষ মুহূর্তে কোনও ভাবে বিজেপির তরফে টিকিট না পেলে কই বাত নেহি! শেষমেশ নির্দল হয়েই লোকসভার লড়াইয়ে নামবেন বিজেপির 'গান্ধী' সদস্য বরুণ গান্ধী। প্রথম দুই দফায় প্রার্থী ঘোষণা হলেও এখনও পর্যন্ত শিকে ছেড়েনি পিলভিটের বিজেপি সাংসদ বরুণের। বুধবারের মধ্যে তৃতীয় দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসছে গেরুয়া শিবির। আশা করা হচ্ছে, উত্তর প্রদেশের বাকি ২৪ আসনে কারা প্রার্থী হবেন তা চূড়ান্ত করতেই এই বৈঠক হবে।এখনও পর্যন্ত উত্তর প্রদেশে বিজেপির তরফে ৫১টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত ২৩টি আসনে প্রার্থী ঘোষণা হয়নি। ছয়টি আসন দেওয়া হয়েছে শরিকদে। এবার পিলভিটের সাংসদ বরুণ গান্ধীকে বিজেপি টিকিট দেবে কি না তা নিয়ে দলের অন্দরেই সংশয়। সূত্রের খবর, দিল্লি থেকে পিলভিটে ঘুরে গিয়েছেন বরুণ গান্ধীর প্রতিনিধিরা। সূত্রের খবর, চার সেট মনোনয়নপত্র কিনে দিল্লি ফিরে যান তিনি। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, বিজেপি থেকে টিকিট না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন বরুণ গান্ধী।

    গুঞ্জন কোর কমিটির বৈঠকে এ বার পিলভিট থেকে বরুণ গান্ধীকে টিকিট দেওয়ার বিরোধিতা করেছেন রাজ্য স্তরের বিজেপি নেতারা। পিলিভীতে প্রথম দফায় ভোট রয়েছে। প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন শুরু হয়েছে ২০ মার্চ থেকে। এখনও পর্যন্ত বিজেপি বা সমাজবাদী পার্টি কোনও দলই এই আসন থেকে প্রার্থী দেয়নি।

    BJP Candidate List: বিজেপির প্রার্থী ঘোষণায় কেন এত দেরি? কারণ জানালেন শমীক

    বিজেপি সাংসদ হওয়া সত্ত্বেও কৃষক আন্দোলন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে বেসুরো গেয়েছেন বরুণ গান্ধী। আর সেই কারণে বরুণের উপর 'না খুশ' বিজেপি শীর্ষ নেতৃত্ব। মনে করা হচ্ছে সেই কারণেই পিলভিট থেকে ছেঁটে ফেলা হতে পারে তাঁকে। তবে ছেলে বাদ পড়লেও কিন্তু মায়ের বাদ পড়ার সম্ভাবনা নেই। এবারও তাঁকে সুলতানপুর আনস থেকে টিকিট দিতে আগ্রহী গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে বরুণ যদি এবার বিজেপির টিকিট না পান সেক্ষেত্রে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে নামবেন, এমনটাই খবর ঘনিষ্ঠ মহল সূত্রে।

    সূত্রের দাবি, দল তাঁকে লোকসভার লড়ার টিকিট দেবে না ধরেই নিয়েই বরুণ লড়াই প্রস্তুতি নিচ্ছেন। প্রথমে শোনা যাচ্ছিল তিনি আমেঠি থেকে প্রার্থী হতে পারেন। তবে শেষমেশ তিনি পিলভিট কেন্দ্র থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই দলীয় সংগঠনের বাইরে তিনি একটি বাহিনী বানিয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর হয়ে প্রচার করছেন ৯০০ যুবক। সূত্রের দাবি, শেষমেশ যদি বরুণ বিজেপির টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়াইয়ের ময়দানে নামেন তাহলে তাঁকে সমর্থনের সম্ভাবনা রয়েছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি।
  • Link to this news (এই সময়)