আমেঠি কেন্দ্র থেকে লড়াই করতে না কি অনাগ্রহ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। ২০১৯ সালে স্মৃতি ইরানির কাছে হারের বদলে নিতে এ বারও রাহুলকে চেয়েছিলেন আমেঠির কংগ্রেস নেতা-কর্মীরা। কিন্তু, রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, গান্ধী পরিবার এ বার উত্তর প্রদেশের কেন্দ্রগুলির প্রতি অনীহা প্রকাশ করেছে।আসন বদল রাহুলের?সে ক্ষেত্রে কি অন্য কোনও আসন থেকে লড়তে পারেন রাহুল গান্ধী? সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, রাহুল গান্ধী এ বার লোকসভায় তেলঙ্গানা আসন থেকে লড়তে পারেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। এদিকে, সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর জয়রাম রমেশ জানিয়েছিলেন, রাহুল গান্ধী আমেঠি থেকে লড়বেন না অন্যত্র দাঁড়াবেন, তা সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। গতবারের লোকসভায় আমেঠি থেকে স্মৃতি ইরানির কাছে পরাজয়ের পর ফের একবার তিনি সে কেন্দ্রে দাঁড়াবেন কি না, তা নিয়েও জল্পনা চলছে। সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতার পর এই আসনটি হাত শিবিরের ঝুলিতেই এসেছে। তবে সূত্র মারফত এও শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত এই কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটে দাঁড়াতে পারেন বরুণ গান্ধী।
দক্ষিণে কাঁটা অ্যানি রাজা!CPI-এর সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী তথা বর্ষীয়ান বাম নেত্রী অ্যানি রাজাকে রাহুলের কেন্দ্র থেকে ময়দানে নামিয়েছে CPI। উল্লেখ্য, বঙ্গে দোস্তি আর কেরালায় কুস্তি ফর্মুলার কথা রাজনৈতিক মহলের অজানা নয়। ফলে কেরালায় কোনওভাবেই ইন্ডিয়া জোট কার্যকরী হবে না তা আগেই স্পষ্ট করেছিলেন CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। CPIM পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটের বক্তব্য, 'বামেরা ইতিমধ্যেই ওয়েনাডে প্রার্থী ঘোষণা করেছে। মহিলা আন্দোলনের অন্যতম নেত্রী অ্যানি রাজা সেই আসনে লড়ছেন। এবার কংগ্রেস এবং রাহুল গান্ধীর ভাবনাচিন্তা করা উচিত। এই রাহুল সর্বদা বলেন তাঁর লড়াই BJP-র বিরুদ্ধে। সে ক্ষেত্রে ওয়েনাড আসন থেকে তাঁর লড়া উচিত কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করুক।'
রাহুল প্রার্থী হওয়ায় গোঁসা?ওয়েনাড এবং আলাপ্পুজা থেকে রাহুল গান্ধী এবং কেসি বেণপুগোপালের প্রার্থী হওয়া নিয়ে আগেই অসন্তোষ ছিল বাম শিবিরে। মুম্বইয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার মঞ্চে সীতারাম ইয়েচুরি এবং ডি রাজার অনুপস্থিতি রীতিমতো চোখে পড়েছে বিশ্লেষকদের। রাহুল গান্ধী ওয়েনাড থেকে প্রার্থী হওয়াতেই কি CPI এবং CPIM-এর সাধারণ সম্পাদকেরা ন্যায় যাত্রায় অংশ নিলেন না? কাটাছেঁড়ায় রাজনৈতিক মহল। ওয়েনাডই কেন? ইন্ডিয়া জোটের শরিক দল বামেদের মধ্যে রাহুলের প্রার্থীপদ নিয়ে এমনই প্রশ্ন রয়েছে। যদি তিনি দক্ষিণ ভারত থেকেই লড়াই করতে চান তবে অন্য যে কোনও রাজ্যের যে কোনও আসন থেকে প্রার্থী হতে পারতেন। মনে করছেন বামেরা।
২০১৯ সালে রাহুল গান্ধীর ফলাফলরাহুল গান্ধী ২০১৯ সালের লোকসভা নির্বাচেন আমেঠির পাশাপাশি ওয়েনাড থেকে ভোটে লড়েন। সেখানে স্মৃতি ইরানির কাছে তাঁর পরাজয় হয়। ওয়েনাডে অবশ্য তিনি চার লাখের বেশি ভোট পেয়ে অনায়াসেই জয় পেয়েছিলেন।