• Narendra Modi: উচ্চারণের ত্রুটি ভ্যানিশ! ঝরেঝরে বাংলায় লোকসভার প্রচার প্রধানমন্ত্রীর, দেখুন ভিডিয়ো
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • ঝরঝরে বাংলা ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। একেবারে কাটা কাটা উচ্চারণ। তীক্ষ্ন নিশানা। বিশ্বাস হচ্ছে না? নিজে কানেই তবে শুনে নিন @Narendra Modi Bangla এক্স হ্যান্ডেলে গিয়ে। ভাবছেন নিশ্চয় এ কীভাবে সম্ভব? বাংলা কবে রপ্ত করলেন নমো? আসল সত্যিটা কী? সাধারণত নিজভূম গুজরাট ছাড়া বাকি সব রাজ্যে গিয়েই হিন্দিতে ভাষণ দেন নরেন্দ্র মোদী। তবে প্রতি রাজ্য়ে গিয়েই ভাষণের শুরুতে তাঁকে সেখানকার আঞ্চলিক ভাষায় কিছু শব্দ বা বাক্য বলতে শোনা যায় ঠিক। কিন্তু পুরো ভাষণ সেখানকার ভাষায় দেওয়া প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। এছাড়াও অনেক সময় আঞ্চলিক ভাষা বলতে গিয়ে উচ্চারণগত ত্রুটিও হয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে মোদীর পুরো ভাষণই শোনা যাচ্ছে বেশ কয়েকটি ভাষায়। তাও আবার একেবারে ত্রুটিমুক্তি। কী ভাবে?মোদীর বিভিন্ন ভাষায় ভাষণের জাদু আসলে এআই-এর সৌজন্যে। এআই-এর জাদুতে লোকসভা নির্বাচনের আগে তাঁর দেওয়া সব বক্তৃতাই বাংলা, ওড়িয়া, তেলুগু এবং মালয়ালমের মতো অন্যান্য ভারতীয় ভাষায় শোনা যাবে। সম্প্রতি এই ভারতীয় ভাষাগুলিতে প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতা প্রচার করার জন্য বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুলেছে বিজেপি। @NaMoInTelugu, @NaMoInMalayalam, @NamoInBengali – এই এক্স হ্যান্ডেলগুলিতে গেলেই প্রধানমন্ত্রীর হিন্দিতে দেওয়া বক্তৃতা কৃত্রিম বুদ্ধিমত্তার অনুবাদ তেলুগু, মালয়ালম এবং বাংলায় শোনা যাচ্ছে।

    কেন বিভিন্ন ভাষণের অনুবাদ?

    প্রধানমন্ত্রী মোদীর বাগ্মী ক্ষমতা এর পিছনে অন্যতম কারণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে, বহু ভাষাভাষির ভারতবর্ষে ভাষা একটা সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়। সেই সীমাবদ্ধতা দূর করতেই আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে বিজেপি।

    বিজেপি শীর্ষ নেতৃত্ব চাইছে, বিজেপি বিরোধী রাজ্যে শাসন ক্ষমতায় থাকা দলের বিরুদ্ধে লাগাতার প্রচার করতে গেলে ভাষাগত সমস্যা দূর করতে হবে। যেমন দক্ষিণের রাজ্যগুলি ও বাংলা। কারণ দক্ষিণের অনেক রাজ্যেই হিন্দি সেভাবে বোঝেন না মানুষ। সেই জন্যই প্রধানমন্ত্রীর মোদীর ভাষণকে অন্য ভাষায় অনুবাদকে কাজে লাগাতে চাইছে বিজেপি নেতৃত্ব। সেই কারণেই বাংলা ও দক্ষিণের সব রাজ্যে মোদীর ভাষণকে আঞ্চলিক ভাষায় অনুবাদ করে প্রচারের কথা ভাবা হয়েছে।পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী আঞ্চলিক ভাষায় ভাষণ দিচ্ছেন এই বিষয়টিও সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীদের মধ্যে আগ্রহ তৈরি করবে।

    প্রযুক্তির কল্যাণে অসম্ভবকে সম্ভব করাও সম্ভব। আর তাই করে দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টি। রবিবার তেলঙ্গানার নাগারকুর্নুলে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় তাঁর সেই ভাষণ অনুবাদ করা হয়েছে তেলেগুতে। মোদীকে বলতে শোনা যায়, 'আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই তেলেগু ভাষায়। অনুগ্রহ করে আপনারা নমোইন তেলেগু হ্য়ান্ডেলে যান, আমার ভাষণ সেখানেই তেলেগুতেই শুনতে পাবেন।' এই প্রথম বার প্রধানমন্ত্রী মোদী তেলেগুতে তাঁর বক্তৃতা প্রচারে জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেন। বিজেপির তেলঙ্গনা সভাপতি সেকেন্দ্রবাদের প্রার্থী, জি কিশান রেড্ডি বলেন, 'আমাদের সৌভাগ্য যে প্রধানমন্ত্রী যোগাযোগ করতে চান আমাদের ভাষায়।' অন্যদিকে, এতকই ভাবে নমো ইন বেঙ্গলি (Narendra Modi Bangla) এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদীর সব ভাষণ শোনা যাচ্ছে বাংলা। উল্লেখ্য, বলার ধরন হবহু নরেন্দ্র মোদীর মতো হলেও, গলার ধরন পুরোপুরি নকল করতে পারেনি এআই।
  • Link to this news (এই সময়)